Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কার বেআইনি কাজের জন্য বিশ্বকাপ থেকে বাদ যেতে পারে ইকুয়েডর!




কার বেআইনি কাজের জন্য বিশ্বকাপ থেকে বাদ যেতে পারে ইকুয়েডর! জানতে পড়ুন FIFA Qatar World Cup 2022 : নভেম্বরে কাতারে খেলা হবে বিশ্বকাপ ফুটবল। সেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে চতুর্থ দল হিসেবে সরাসরি জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হতে আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। ইতিমধ্যেই বিশ্বকাপের ড্র সামনে এসে গিয়েছে। তারপরেই হঠাৎ করে ইকুয়েডরের (Ecuador National Football Team) ফিফা বিশ্বকাপে (FIFA Qatar World Cup 2022) খেলতে পারা নিয়েই তৈরি হল অনিশ্চয়তা! অভিযোগ গুরুতর। বাইরন কাস্তিলোর (Carta de Byron Castillo) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি ভুয়ো পাসপোর্ট ও আসল পরিচয় লুকিয়ে খেলেছেন। সর্বোপরি ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ সবটা ধামাচাপা দেওয়ার। চিলির (Chile National Football Team) তরফে ফিফার (FIFA) কাছে এই অভিযোগ করা হয়েছিল। যার প্রেক্ষিতে ফিফা আপিল কমিশন খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে। তারপরেই নিশ্চিত হয়ে যাবে ইকুয়েডরের কাতার বিশ্বকাপের ভাগ্য।

ফিফার কাছে ফুটবলার কাস্তিলোর জন্মশংসাপত্রে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ করেছিল চিলি। ফিফা সেটা প্রথমে খারিজ করে দেয়। কিন্তু নতুন তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর প্রমাণ। ফলে এখন বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় ইকুয়েডর। চিলির বক্তব্য ছিল, কাস্তিলোর জন্মশংসাপত্র ভুয়ো। ইকুয়েডরের জন্মশংসাপত্রের নথিতে কাস্তিলোর আঙুলের ছাপ নেই। ইকুয়েডরের সিভিল রেজিস্ট্রি অফিস এবং ফুটবল ফেডারেশন একত্রিত হয়ে এই জালিয়াতি করেছে। চিলির তরফে দাবি করা হয়েছিল কাস্তিলোর জন্ম কলম্বিয়ার তুমাকোয়। কাস্তিলোকে খেলানোর জন্য নাকি সত্যকে ধামাচাপাও দিয়েছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। তারা নাকি বে-আইনি ভাবেই কাস্তিলোকে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলিয়েছে। বৃহস্পতিবার কাস্তিয়োর বিষয়ে রায় দেবে ফিফার আপিল কমিশন। তার আগে ফিফার তদন্তে উঠে আসা কাস্তিয়োর জন্মশংসাপত্র জালিয়াতির বিষয়টি ফাঁস করেছে ব্রিটেনের একটি সংবাদমাধ্যম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply