Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জার্মান ক্লাসিকোতে জয় পায়নি কেউ




'ডের ক্লাসিকের' বা জার্মান ক্লাসিকোতে জয় পায়নি কেউ। শনিবার (৮ অক্টোবর) বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের মাঝে ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ঘরের মাঠে ২-০-তে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড। ম্যাচের প্রথম থেকেই আধিপত্য নিয়েছিল সফরকারী বায়ার্ন। বল দখল এবং প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে শটেও এগিয়ে ছিল সানে-মানেরা। তার সুফলও পেয়ে যায় ম্যাচের ৩৩ মিনিটে। ডি-বক্সের ভেতরে মুসিয়ালা বল পেয়ে পাস দেন গোরেটজকাকে। তা বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন এই জার্মান। গোরেটজকার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন। প্রথম হাফে হলুদ কার্ড দেখেন দুই দলে চারজন ফুটবলার। দ্বিতীয় হাফেও সেই বায়ার্ন শো। দ্বিতীয় হাফের প্রথম মিনিটেই তিন পরিবর্তন করেন বায়ার্ন কোচ নাগেলসম্যান। বদলি হিসেবে নেমেই মাঠ কাঁপিয়ে তোলেন কিমিচ-কোম্যানরা। ম্যাচের ৫৩ মিনিটে একক নৈপুণ্যে গোল করে বায়ার্নকে আরও এগিয়ে দেন লেরয় সানে। তখন মনে হচ্ছিল ম্যাচটা হাত থেকে ছুটে গেছে ডর্টমুন্ডের। আরও পড়ুন: দশজনের দল নিয়ে হোঁচট খেল পিএসজি তবে কে জানত, তখনও অনেক কিছুই বাকি আছে। ম্যাচের ৭৪ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান ১৭ বছর বয়সী ডর্টমুন্ড স্ট্রাইকার মোকোকো। এদিকে ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের ফরাসি তারকা কোম্যান। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন বদলি হিসেবে নামা অ্যান্টনি মোডেস্ট। ম্যাচের ৯৫তম মিনিটে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার। এই ড্রয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বায়েরন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে চারে ডর্টমুন্ড।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply