Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নেইমার–এমবাপ্পেকে কিনে ‘ভুল করেছে’ পিএসজি




নেইমার ও কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে সতীর্থ হওয়ার পর সতর্ক করেছিলেন অনেকেই। দুজনেই সময়ের সেরা, খেলেন আক্রমণভাগে, সেখানে এমন দুজন তারকাকে একসঙ্গে খেলিয়ে পিএসজি সম্ভবত ভুল করছে! বার্সেলোনায় লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের মধ্যে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, পিএসজিতে নেইমার–এমবাপ্পের মধ্যে তো তেমন কিছু নেই। এমবাপ্পে পিএসজিতে যেমন নিজেরটুকু বুঝে নিতে এতটুকু ছাড় দেবেন না, তেমনি নেইমারও একই ধাঁচের মানুষ—অতএব, গোলমাল লাগবেই। এসব সতর্কবার্তাই তখন পেয়েছিল পিএসজি। ফরাসি ক্লাবটি তখন এসব পাত্তা দেয়নি, কিন্তু ভুল স্বীকার করতে হচ্ছে। ভুল? হ্যাঁ, ভুলই। আর তা স্বীকার করেছেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস। নেইমার ও এমবাপ্পে একই পজিশনের খেলোয়াড়—দুজনকে কিনে ক্লাব–সতীর্থ বানানো যে ভুল ছিল, সে কথাই স্বীকার করেছেন লুইস কাম্পোস। আরএমসি স্পোর্টসের পডকাস্টে অংশ নিয়ে কাম্পোস বলেছেন, দুই খেলোয়াড়কেই সই করানো সম্ভবত ঠিক সিদ্ধান্ত ছিল না, ‘অতীতে আমরা একই পজিশনের জন্য দুই খেলোয়াড়কে সই করিয়ে ভুল করেছি।’ এ নিয়ে পিএসজির দলবদলের মৌসুমকেও দুষেছেন কাম্পোস, ‘দলবদলের মৌসুমটা আমাদের জন্য সুবিধাজনক নয়। কারণ গুরুত্বপূর্ণ কিছু পজিশনে আমাদের খেলোয়াড়ের অভাব আছে। আর অন্য সব পজিশনে আমরা খেলোয়াড় অদলবদল করে খেলাই।’

পিএসজির হয়ে এ মৌসুমে দারুণ শুরু করেছেন ব্রাজিল তারকা নেইমার। লিগ আঁতে ৮ গোল করার পাশাপাশি ৭ গোলে সহায়তা করেছেন। চ্যাম্পিয়নস লিগেও একটি করে গোল করা ও বানিয়েছেন। আর এমবাপ্পে লিগে করেছেন ৭ গোল, ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৩ গোল। দুজনের মধ্যে হরহামেশাই তুলনা ওঠে। কে বেশি ভালো? নেইমার এ নিয়ে নিরাসক্ত। কিছুদিন আগে জাতীয় দলের হয়ে ম্যাচের পর এমবাপ্পে সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল নেইমারের কাছে। ব্রাজিল তারকা কোনো আগ্রহ দেখাননি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply