Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মিয়ানমারে কনসার্ট চলাকালে সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত




মিয়ানমারে কনসার্ট চলাকালে বিমান হামলা, নিহত ৫০

মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু একটি গোষ্ঠীর কনসার্ট চলাকালে সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। ছবি : সংগৃহীত মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু একটি গোষ্ঠীর কনসার্ট চলাকালে সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। স্থানীয় অধিবাসী, বিদ্রোহীদলগুলো এবং গণমাধ্যম সোমবার একথা জানিয়েছে। খবর রয়টার্সের। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে রোববার রাতে এ হামলা চালানো হয়। এতে সাধারণ মানুষ ও বিশিষ্ট স্থানীয় গায়কসহ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) কর্মকর্তারা নিহত হয়েছেন। তিনটি জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে সেনাবাহিনী এই হামলার ঘটনা এখনও নিশ্চিত করে জানায়নি। জান্তা সরকারের মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। রয়টার্সও হামলার খবরের বিস্তারিত তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখতে পারেনি। হামলাটি হপাকান্ত শহরের এ নাং পা অঞ্চলে করা হয়েছিল বলে জানানো হয়েছে খবরে। গত বছরের শুরুতে সেনা অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত হওয়ার পর থেকেই মিয়ানমারে সহিংসতা চলছে। এর মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে দেশজুড়ে সশস্ত্র আন্দোলনও ঘটতে দেখা যাচ্ছে। এ আন্দোলন প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে দমন করছে সামরিক বাহিনী। কেআইএ- এর মুখপাত্র নও বু বলেছেন, কাচিন সেনাবাহিনীর রাজনৈতিক শাখা ‘কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন’ (কেআইও) গঠনের ৬২ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে নিশানা করে বিমান হামলা চালানো হয়েছে। ফোনে নও বু আরও বলেন, ‘এই বিমান হামলা ইচ্ছাকৃতভাবেই চালানো হয়েছে। কেআইএ/কেআইও হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এটি খুব জঘন্য কাজ, যা যুদ্ধাপরাধ হিসাবেও গণ্য হতে পারে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply