Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাশিয়াকে সামরিক সহায়তার অভিযোগে ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি




ইরানকে কাতার বিশ্বকাপে খেলতে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেনের অন্যতম সেরা ক্লাব শাখতার দোনেৎস্ক। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনে ইরানের সামরিক সহায়তা রয়েছে বলে দাবি করা হয় ক্লাবটির পক্ষ থেকে। ক্লাবটির শীর্ষ এক কর্মকর্তার দাবি, কিয়েভে হামলায় ইরানের ড্রোন–সহায়তা পেয়েছে রাশিয়া।

শাখতারের প্রধান নির্বাহী কর্মকর্তা সের্হেই পালকিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘ইরানের নেতারা যখন বিশ্বকাপে নিজেদের জাতীয় দলের খেলা দেখে মজা পাবে, তখন ইরানের ড্রোন এবং মিসাইলে ইউক্রেনিয়ানদের হত্যা করা হবে। সবকিছুই (ড্রোন) ইরানের তৈরি করা এবং ইরানই এগুলো সরবরাহ করেছে। ইরানের সামরিক বাহিনী এই ড্রোন চালনা ও ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জড়িত, যা ঘর, জাদুঘর, বিশ্ববিদ্যালয়, অফিস, খেলার মাঠ ধ্বংসের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইউক্রেনিয়ানদের হত্যা করছে।’ নিজের এই ফেসবুক পোস্টে পালকিন আরও লিখেছেন, ‘ফিফা এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের প্রতি শাখতার আহবান জানাচ্ছে, ইউক্রেনিয়ানদের ওপর সন্ত্রাসী হামলার জন্য তাৎক্ষনিকভাবে বিশ্বকাপ থেকে ইরান জাতীয় ফুটবল দলকে নিষিদ্ধ করা হোক।’ তেহরানে অবস্থিত ইরান ফুটবল ফেডারেশন তেহরানে অবস্থিত ইরান ফুটবল ফেডারেশনছবি: টুইটার কাতার বিশ্বকাপে ইরানকে নিষিদ্ধ করে তাঁদের জায়গায় ইউক্রেনকে খেলানোর দাবি জানান পালকিন। তাঁর যুক্তি, বিশ্বকাপে ‘খেলার যোগ্যতা প্রমাণ করেছে’ ইউক্রেন, যেহেতু ‘প্লে–অফে অন্য দেশের জাতীয় দলগুলোর মতো স্বাভাবিক অবস্থায় ছিল না ইউক্রেন। তবু হৃদয় নিংড়ে খেলেছে।’ গত জুনে কার্ডিফে বিশ্বকাপ ফুটবল প্লে–অফ ম্যাচে ওয়েলসের কাছে ১–০ গোলের হারে কাতারে যাওয়ার টিকিট পায়নি ইউক্রেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply