টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ছবি- সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী দিনে নামিবিয়ার কাছে হেরেছিল শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের কাছে পরাজয় বরণ করে সংযুক্ত আরব আমিরাত। এ কারণে দ্বিতীয় ম্যাচটি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আরব আমিরাতের সঙ্গে টসে হেরে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। আরব আমিরাত বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে ব্যাটিং করবে লঙ্কানরা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) গিলংয়ের কার্দিনিয়া পার্কে এই দুই দলের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামিরা, প্রমোদ মদুশান ও মহেশ থিকসেনা।
সংযুক্ত আরব আমিরাত একাদশ : চেরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, কাশিফ দাউদ, বৃত্তি অরবিন্দ (ডব্লিউ), আরিয়ান লাকড়া, বাসিল হামিদ, চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), আয়ান আফজাল খান, কার্তিক মিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক ও জহুর খান।
Tag: English News games world
No comments: