Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চ্যাম্পিয়নস লিগ ম্যানসিটির টানা ড্রয়ের রাতে হেরেই বাদ জুভেন্টাস




চ্যাম্পিয়নস লিগ ম্যানসিটির টানা ড্রয়ের রাতে হেরেই বাদ জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে সময়টা ভালো যাচ্ছে না প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটির। লিগে শেষ পাঁচ ম্যাচের চারটিতে জেতা ইতিহাদের ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের শেষ দুই ম্যাচের একটিতেও জয়ের হাসি হাসতে পারেনি। ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের পর জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। এদিকে টানা ড্র করলেও শেষ ষোলোর টিকিট ঠিকই কেটেছে ম্যানসিটি। অন্যদিকে টানা হারে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এবারের আসরে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচের চারটিতেই হেরেছে তুরিনের বুড়িরা। সর্বশেষ পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে এস্তাদিও দা লুজে ৪-৩ গোল ব্যবধানে হেরে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে জুভদের। ম্যানসিটি এদিন ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে খেলতে নেমে ৭৩ শতাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে খুব বেশি উঠতে পারেনি। প্রথমার্ধ তো পুরোটাই ডর্টমুন্ডের দখলে ছিল। জার্মান ক্লাবটি বেশ কয়েকবার আক্রমণে উঠলেও অবশ্য জালের দেখা পায়নি। অন্যদিকে প্রথমার্ধের ইনজুরি সময়ে ম্যানসিটি একটি সুযোগ সৃষ্টি করলেও গোলশূন্য অবস্থায় মাঠ ত্যাগ করে। তবে ম্যাচটি জেতার দারুণ সুযোগ পেয়েছিল সিটিজেনরা। খেলার ৫৮তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় দলটি। তবে স্পট কিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন আলজেরিয়ার রিয়াদ মাহরেজ। শেষদিকে দুই দলই বিচ্ছিন্ন কিছু আক্রমণ করলেও বিফল চেষ্টায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে। ড্র করলেও ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শেষ ষোলোতে গেছে ম্যানসিটি। ডর্টমুন্ড ৮ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের টিকিট পেয়ে গেছে। এদিকে জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগে নিজেদের বাঁচা-লড়াইয়ের ম্যাচে খেলার ৫০তম মিনিটের মধ্যেই ছিটকে যায়। এই সময়ের মধ্যে ৪-১ গোল ব্যবধানে পিছিয়ে যায় ইতালির ক্লাবটি। খেলার ১৭তম মিনিটে জুভদের জালে পর্তুগালের বেনফিকার পক্ষে প্রথম বল জালে জড়ান আন্তোনিও সিলভা। এর চার মিনিট পর গোল শোধ করেন জুভেন্টাসের ময়েজ কিন। তবে এরপর ২৮তম মিনিটে জোয়াও মারিও পেনাল্টি থেকে এবং খেলার ৩৫ ও ৫০ তম মিনিটে রাফা সিলভা জোড়া গোল করলে ৪-১ গোল ব্যবধানে এগিয়ে জয়ের পথ সুগম করে বেনফিকা। খেলা শেষ হওয়ার আগে ৭৭তম ও ৭৯তম মিনিটে যথাক্রমে আরকাদিয়াজ মিলিক এবং ওয়েস্টন ম্যাকেনি গোল পরিশোধ করে খেলায় ফেরার আশা দেখায় জুভদের। তবে শেষ পর্যন্ত ৪-৩ গোল ব্যবধানে হেরে ৫ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব থেকে বাদ পড়ে জুভেন্টাস। এদিকে এই জয়ে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে পরের রাউন্ডে উঠে গেছে বেনফিকা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply