Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » অমিত শাহ তরী পার করবেন! সেটাই কি ভেবেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? বিস্ফোরক বিশ্বরূপ দে




অমিত শাহ তরী পার করবেন! সেটাই কি ভেবেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? বিস্ফোরক বিশ্বরূপ দে Sourav Ganguly: বিশ্বরূপ এর পরেই সৌরভকে সমালোচনা করে বলেন, "এরকম পরিস্থিতি যে আসত, সৌরভের মতো বুদ্ধিমান ব্যক্তির আগেই বোঝা উচিৎ ছিল। ২০১৯ সালে বিজেপির হাত ধরে ব্রিজেশ প্যাটেলকে হঠিয়ে, রাতারাতি বোর্ড প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন সৌরভ। ভেবেছিলেন অমিত শাহ, একাই তাঁকে তরী পার করে দেবেন। রাজনীতির শিকার হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতির গদি হারিয়েছেন চব্বিশ ঘণ্টা আগে। মঙ্গলবার বেশি রাতে মুম্বই থেকে শহরে ফিরেই বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ঢুকে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সারাদিন বাড়িতেই ছিলেন। এরই মাঝে সৌরভের এই পরিণতি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন ক্রিকেট প্রশাসনে সৌরভের একদা যুযুধান প্রতিপক্ষ বিশ্বরূপ দে। পাশাপাশি সৌরভের কড়া সমালোচনা করতেই পিছপা হননি সিএবির এই প্রাক্তন কর্তা।

বিশ্বরূপের কথায়, "সৌরভের এই পরিণতির জন্য সৌরভ নিজেই দায়ী।" "মসনদচ্যুত মহারাজ", এই শিরোনাম দিয়ে মঙ্গলবার রাতেই সৌরভ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছিলেন বিশ্বরূপ। বুধবার বিকেলে জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকারে বিশ্বরূপ বলেন, "ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন পদাধিকারীদের নাম শুনেছি সংবাদমাধ্যম থেকে। কিন্তু আমাদের বাংলার প্রতিনিধি সৌরভ গাঙ্গুলির নাম বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুকৌশল রাজনীতির মাধ্যমে। সৌরভ আর বোর্ড প্রেসিডেন্ট না থাকায় আমি বৃহত্তর প্রেক্ষাপটের বিচারে খুশি হতে পারিনি। কারণ বাংলার কোনও প্রতিনিধি যখন প্রশাসন বা অন্য কোনও ক্ষেত্রের সর্বোচ্চ পদ থেকে সরে আসেন, বা তাঁকে যখন সরিয়ে দেওয়া হয়, সেটা একজন প্রকৃত বাঙালির কাছে সুখকর হতে পারে না। মাথায় রাখবেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির প্রেরণা। এই বাংলা থেকে উঠে এসেই তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে একশো টেস্ট খেলেছেন। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে গিয়েছেন। এ রকম একজন আইকন বাঙালিকে যে ভাবে চক্রান্ত করে বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হল, তার নিন্দা করি আমি। একই সঙ্গে অসম্ভব ব্যথিতও।"






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply