Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ




লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ ছবি- সংগৃহীত স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম গোলটা ছিল রিয়ালেরই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরেছিল সেভিয়া। যার কারণে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল করিম বেনজেমা-ভিনিসিয়াস জুনিয়ররা। কিন্তু ৩ মিনিটে লুকাস ভাস্কেজ ও ফ্রেডরিকো ভালভার্দের দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। শনিবার (২২ অক্টোবর) রাতে সেভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলা বার্সার সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৬। বার্নাব্যুতে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। পঞ্চম মিনিটে বাঁ দিক দিয়ে সেভিয়ার ডি-বক্সে ঢুকে পোস্ট দেন ভিনি। প্রথম ছোঁয়ায় জালে পাঠান ৩৭ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। এরপর বেশকিছু সুযোগ পেয়েও প্রথমার্ধে আর জালের দেখা পায়নি মাদ্রিদ। ১৯তম মিনিটে আলাবার ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। আর প্রথমার্ধের শেষ দিকে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা রিয়ালের বিপক্ষে বিরতির পরই ঘুরে দাঁড়ায় সেভিয়া। ৫৪তম মিনিটে ডিফেন্ডার গনসালো মনতিয়েলের রক্ষণ চেরা পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে লামেলার শট জালে জড়ালে সমতা ফেরে তারা। পরের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার দুটি সুযোগ পেয়েও হারায় সেভিয়া। ৭২তম মিনিটে আরও একটি সুযোগ হারান ভিনিসিয়াস। রিয়াল শিবিরে যখন আসরে দ্বিতীয়বার পয়েন্ট হারানোর চোখ রাঙানি, তখনই দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৭৭তম মিনিটে মদ্রিচ ও দানি কারভাহালকে তুলে মার্কো আসেনসিও ও ভাসকেসকে নামান আনচেলত্তি। দারুণ কাজে দেয় এই পরিবর্তন। মাঠে নামার ২ মিনিটের মাথায় জালে বল জড়ান ভাসকেজ। ২ মিনিট পর নিজেকে প্রমাণ করেন আসেনসিও। তার পাস থেকেই ভালভার্দের গোলটি এসেছে ৮১ তম মিনিটে। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ১১ ম্যাচে ১০ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। দুইয়ে থাকা বার্সা এক ম্যাচ কম খেলে পয়েন্ট ২৫।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply