Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাজপথে নেই গাড়ির জটলা




রাজপথে নেই গাড়ির জটলা ছবি : সংগৃহীত ছুটির দিনের রাজধানী নীরব। রাজপথে নেই গাড়ির চাপ। যাত্রীদের থাকতে হয়নি অপেক্ষায়। ক্রেতাদের তেমন পদচারণা নেই মার্কেট-শপিংমলেও। রোববার (৯ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর, গ্রিন রোড, ধানমন্ডি, শাহবাগ, তেজগাঁও, মালিবাগ, গুলশান এলাকায় দেখা গেছে এমন চিত্র। গত শুক্রবার থেকে তিন দিন ছুটি পেয়ে শহর ছেড়েছেন রাজধানীবাসী। রোববার দুপুরে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বের হওয়া র‌্যালিগুলো ঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময়েও রাস্তায় তেমন গাড়ির চাপ ছিল না। পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই আছেন ছুটিতে। রাস্তায় যাত্রী যেমন কম, গণপরিবহনও অনেক কম। আসন ফাঁকা রেখেই চলছে বাসগুলো। মালিবাগ এলাকায় আফসার উদ্দিন নামে এক রিকশাচালক বলেন, রাস্তায় তেমন যাত্রী নেই। মাত্র ২৫০ টাকা ভাড়া পেয়েছি। আজ মনে হয় ভাড়ার টাকা উঠবে না। সকালে গাড়ি নিয়ে বের হয়েছেন গুলিস্তান থেকে আবদুল্লাপুরগামী এয়ারপোর্ট স্পেশাল পরিবহনের চালক কাদির। তিনি বলেন, মাত্র ১ হাজার টাকা ভাড়া তুলেছি। রাস্তায় যাত্রী নেই। এই টাকা মালিককে দেব, আর আমরা কত নেব।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply