Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইরাকের প্রেসিডেন্ট হলেন আব্দুল লতিফ




ইরাকের প্রেসিডেন্ট নির্বাচনে কুর্দিস রাজনীতিক আব্দুল লতিফ রশিদকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আইনপ্রণেতারা তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দেশটিতে সরকার গঠন ও রাজনৈতিক অচলাবস্থা দূর হওয়ার দরজা খুলল। আব্দুল লতিফ রশিদ যুক্তরাজ্যে প্রকৌশল নিয়ে পড়াশুনা করেছিলেন। ২০০৩-২০১০ সাল পর্যন্ত ইরাকে পানিসম্পদ মন্ত্রী ছিলেন তিনি। নতুন সরকার গঠনে ১৫ দিনের মধ্যে বৃহত্তম জোটকে আমন্ত্রণ জানাবেন তিনি। ৭৮ বছর বয়সী রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিক ও প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবদুল রশিদ পেয়েছেন ১৬০ ভোট। অন্যদিকে বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরাকের গ্রিন জোনে নয়টি রকেট হামলার ঘটনা ঘটে। এই গ্রিন জোনের ভেতর ইরাকের সংসদ ভবন অবস্থিত। হামলায় বেসামরিক ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন। গত সপ্তাহেও ইরাকের পার্লামেন্টে ডেপুটি স্পিকার নির্বাচনে ভোটাভুটির সময় গ্রিন জোনে রকেট হামলা হয়। বৃহস্পতিবারের ঘটনার দায় স্বীকার করেনি কেউ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply