SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মুক্তির দিনই ব্যবসা ছাড়াল ৫০ কোটি, নতুন রেকর্ড গড়তে চলেছে পোন্নিয়িন সেলভান-১!
মুক্তির দিনই ব্যবসা ছাড়াল ৫০ কোটি, নতুন রেকর্ড গড়তে চলেছে পোন্নিয়িন সেলভান-১! মুক্তি পেয়েছে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত পোন্নিয়িন সেলভান-১। বক্স অফিস রিপোর্ট বলছে, ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, জয়াম রবি, কার্তি, ত্রিশা অভিনীত এই ছবি সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। মণিরত্নমের এই ছবি দেখার জন্য মুক্তির আগে থেকেই টিকিট বুক হতে শুরু করেছিল। তাই এই ছবি ঘিরে প্রত্যাশা ছিলই। আর ৩০ সেপ্টেম্বর, শুক্রবার, এই ছবি মুক্তির দিন সকাল থেকে তামিলনাড়ুর সমস্ত প্রেক্ষাগৃহে দর্শক আসন ছিল ভরা, অর্থাৎ শো ছিল হাউসফুল। ফিল্ম বিশ্লেষকদের দাবি ছিল, মণিরত্নের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে।

Ponniyin Selvan 1 : মুক্তির দিনই ব্যবসা ছাড়াল ৫০ কোটি, নতুন রেকর্ড গড়তে চলেছে পোন্নিয়িন সেলভান-১! Aishwarya Rai Bachchan, Ponniyin Selvan 1 Box Office, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : মুক্তি পেয়েছে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত পোন্নিয়িন সেলভান-১। বক্স অফিস রিপোর্ট বলছে, ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, জয়াম রবি, কার্তি, ত্রিশা অভিনীত এই ছবি সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। মণিরত্নমের এই ছবি দেখার জন্য মুক্তির আগে থেকেই টিকিট বুক হতে শুরু করেছিল। তাই এই ছবি ঘিরে প্রত্যাশা ছিলই। আর ৩০ সেপ্টেম্বর, শুক্রবার, এই ছবি মুক্তির দিন সকাল থেকে তামিলনাড়ুর সমস্ত প্রেক্ষাগৃহে দর্শক আসন ছিল ভরা, অর্থাৎ শো ছিল হাউসফুল। ফিল্ম বিশ্লেষকদের দাবি ছিল, মণিরত্নের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে। বক্স অফিস রিপোর্ট বলছে, ছবি মুক্তির দিন (৩০ সেপ্টেম্বর) শুক্রবারের জন্য় অগ্রীম বুকিং ছিল ১৭ কোটি টাকা। আর এই ছবি দেখতে বিদেশে অগ্রীম বুকিং হয়েছিল ১০ কোটি টাকা। যেটা এখনও পর্যন্ত এবছর তামিল বক্স অফিসে রেকর্ড। কারণ, এর আগে কমল হাসান অভিনীত ব্লকবাস্টার 'বিক্রম' ছবির জন্য অগ্রীম বুকিং হয়েছিল ১৫ কোটি টাকা। আশা করা হচ্ছিল, সমস্ত ভাষা মিলিয়ে শুধু এদেশেই এই ছবি মুক্তির প্রথম দিনে ৩০-৩৫ কোটির ব্যবসা করবে। বাকি দেশের বাইরে ছবিটি ২০ কোটি টাকার ব্যবসা করবে। সব মিলিয়ে প্রথমদিনেই পোন্নিয়িন সেলভান-১-র ব্যবসা ৫০-৬০ কোটি ছাড়াবে বলেই মনে করা হচ্ছে। তবে ফিল্মের রিউউ যেহেতু ভালো, তাই এই ছবি শুধুমাত্র এদেশেই প্রথম দিন ৪০ কোটি টাকারও ব্যবসা করতে পারে বলে মনে করা হচ্ছে


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply