অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য নিজের বিশেষ পোশাক ব্র্যান্ড আনছেন আলিয়া
অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে আমূল পরিবর্তন আসে। তাই এই সময় কী পরবেন? কীভাবে নিজেকে আরোও সুন্দর করে তুলে ধরবেন তা নিয়ে চিন্তিত থাকেন বহু মহিলাই। তবে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য নতুন ফ্যাশান ট্রেন্ড আনতে নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ড আনছেন হবু মা আলিয়া ভাট। নিজের এই পোশাক ব্র্যান্ডের নাম রেখেছেন 'এডা মাম্মা'। ইতিমধ্যেই নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ডের জন্য ফটোশ্যুট করে ফেলেছেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে আমূল পরিবর্তন আসে। তাই এই সময় কী পরবেন? কীভাবে নিজেকে আরোও সুন্দর করে তুলে ধরবেন তা নিয়ে চিন্তিত থাকেন বহু মহিলাই। তবে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য নতুন ফ্যাশান ট্রেন্ড আনতে নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ড আনছেন হবু মা আলিয়া ভাট। নিজের এই পোশাক ব্র্যান্ডের নাম রেখেছেন 'এডা মাম্মা'। ইতিমধ্যেই নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ডের জন্য ফটোশ্যুট করে ফেলেছেন আলিয়া।
নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ডের জন্য ফটোশ্যুটের ভিডিয়ো পোস্ট করে আলিয়া লিখেছেন, 'নতুন মা দের জন্য অনেক ভালোবাসা নিয়ে ১৪ অক্টোবর আসছে এডা মাম্মা মেটারনিটি ওয়্যার।' ভিডিয়োতে অলিভ গ্রিন, কালো, হলুদ, আকাশি সহ বিভিন্ন রঙের মেটারনিটি পোশাকে দেখা গিয়েছে আলিয়াকে। কখনও বেবি বাম্পে হাত দিয়ে পোজ দিয়েছেন, কখনও আবার যোগাসন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আলিয়ার পোস্ট করা এই ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন শ্বেতা বচ্চন সহ আরও অনেক তারকা ব্যক্তিত্ব। কমেন্ট করেছেন নেটনাগরিকরাও।
No comments: