Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভারতের হিমালয়ে তুষারধসে ১৯ জনের মৃত্যু




ভারতীয় হিমালয়ে তুষারধসে ১৯ পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ শুক্রবার (০৭ অক্টোবর) বলেছে, খারাপ আবহাওয়ার কারণে চতুর্থ দিনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। খবর এএফপি। উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডের দ্রৌপদী কা ডান্ডা ২ পর্বতের চূড়ার কাছে মঙ্গলবারের (০৪ অক্টোবর) বিশাল তুষারধসে একদল আরোহণকারী প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক আটকে পড়ে। রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র রিধিম আগরওয়াল এএফপিকে বলেন, তুষারধসের ঘটনায় ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। কিন্তু আবহাওয়ার ওপর সেটি নির্ভর করছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এরই মধ্যে উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য অতিরিক্ত পুলিশ ও ভারতীয় বিমান বাহিনীর অনুসন্ধান দল কাজ শুরু করেছে। দুর্যোগ কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদারকি করছে। আরও পড়ুন: অরুণাচলে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে পাইলটের মৃত্যু উদ্ধারকারী দল তুষার ও বৃষ্টিপাত সত্ত্বেও পাহাড় থেকে সফলভাবে ৩২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০০ মিটার (১৬,০০০ ফুট) উপরে তুষারপাতের স্থানের কাছে একটি হেলিকপ্টার অবতরণ স্থল প্রস্তুত করা হয়েছে। উদ্ধার হওয়া প্রশিক্ষণার্থী পর্বতারোহীদের একজন সুনীল লালওয়ানি অনেক জীবন বাঁচানোর জন্য প্রশিক্ষকদের কৃতিত্ব দেন। লালওয়ানি বলেন, আমরা পর্বতের শিখর থেকে ৫০-১০০ মিটার দূরে ছিলাম, প্রশিক্ষকরা আমাদের সাথে এবং সামনে ছিলেন। এ সময় হঠাৎ একটি তুষারধস আমাদেরকে আঘাত করে এবং সবাইকে নিচে নিয়ে যায়। তিনি আরও বলেন, এটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছিল এবং আমরা একটি খাদে গিয়ে আটকে পরেছিলাম। আমরা কোনোভাবে শ্বাস নিতে সক্ষম হয়েছিলাম, প্রশিক্ষকদের কারণেই আমরা আজ বেঁচে আছি। আরও পড়ুন: তুষারধসে প্রাণ হারালেন এভারেস্টজয়ী সবিতা সপ্তাহের শুরুতে উদ্ধার হওয়া মৃতদেহগুলির মধ্যে ছিল পর্বতারোহী সাবিতা কানসওয়াল (২৬), যিনি এই বছর এভারেস্টে চূড়া জয় করেছিলেন। বুধবার (৫ অক্টোবর) তার মৃত্যুর কথা জানায় ভারতীয় কর্তৃপক্ষ। এ বছরের মে মাসে সবিতা ১৫ দিনের মধ্যে এভারেস্ট ও মাকালুর শিখরে ওঠেন। তিনি মাত্র ১৬ দিনে এভারেস্টে উঠেছিলেন। এরপর তিনি নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে প্রশিক্ষক হিসেবে যোগ দেন। সেপ্টেম্বরে তিনি প্রশিক্ষণরত ছাত্রছাত্রী এবং অন্য প্রশিক্ষকদের সঙ্গে নিয়ে উত্তরাখণ্ডের গাড়োয়ালে দ্রৌপদী কা ডান্ডা ২ নামে একটি পর্বতের শিখরে উঠছিলেন। পর্বতারোহী দলটিতে মোট ৪১ জন সদস্য ছিলেন। এই শৃঙ্গের উচ্চতা ৫ হাজার ৬৭০ মিটার। তবে এ শৃঙ্গে ওঠার পথ বিপদসঙ্কুল বলে পরিচিত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply