Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোনালদোর ইতিহাস গড়ার রাতে ম্যানইউর জয়




আবারও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছিলেন কোচ এরিক টেন হ্যাগ। এভারটনের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ না পেলেও প্রথমার্ধেই মাঠে নেমেছিলেন তিনি। ইনজুরিতে পড়া অ্যান্তোনি মার্শিয়ালের বদলি হয়ে নেমে গোলও করেছেন পর্তুগিজ সুপারস্টার। সে সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। রোববার (৯ অক্টোবর) রোনালদোর ইতিহাস গড়ার রাতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হ্যাগের শিষ্যরা। জয় পেলেও ম্যানইউর শুরুটা ভালো ছিল না। ম্যাচের ৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। শুরুর একাদশে জায়গা পাওয়া কাসেমিরোর এক ভুলে আয়ুবি গোল করে দলকে লিড এনে দেন। Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন ম্যাচের ১৫ মিনিটে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনি ওই গোল শোধ করেন। তাকে গোলটি করান ম্যানইউ নাম্বার নাইন মার্শিয়াল। তার বাড়ানো বল ধরে গতির সঙ্গে বক্সে ঢুকে বাঁপায়ের নিঁখুত শটে জালে জড়িয়ে প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় গোল করেন এই তরুণ। প্রথমার্ধের শেষ দিকে গোল অর্থাৎ ৪৪ মিনিটের মাথায় গোল করেন রোনালদো। কাসেমিরো নিজেদের বক্স থেকে এক থ্রু বাড়ান সিআরসেভেনের উদ্দেশ্যে। গতির সঙ্গে ধরে জোরের ওপর শট নিয়ে জালে পাঠান এই তারকা। আরও পড়ুন : বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজ যত খেলা ক্লাব ক্যারিয়ারে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ স্বীকৃত গোল করার কীর্তি গড়েন তিনি। রোনালদো তার ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং সিপি (৫), ম্যানইউ (১৪৪), রিয়াল মাদ্রিদ (৪৫০) এবং জুভেন্টাসের (১০১) হয়ে খেলেছেন। মেসি রোনালদোর চেয়ে মাত্র নয় গোল পিছিয়ে আছেন। আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়ে রোনালদো সর্বোচ্চ ৮১৭ গোল করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply