Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিলের বোঝা বইতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশরা




বিল পরিশোধের বোঝা বইতে গিয়ে হিমশিম খাচ্ছে তিন কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক ব্রিটিশ, যা ব্রিটেনের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬০ শতাংশ। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) এক সমীক্ষায় দেখা গেছে, ব্রিটেনে নৈমত্তিক নানা বিল পরিশোধ ব্যক্তিবিশেষে বোঝা কিংবা ভারী বোঝায় পরিণত হয়েছে। খবর রাশিয়া টুডের (আরটি)। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পরিচালিত গবেষণায় দেখা গেছে, করোনা মহামারি শুরু ও লকডাউন জারির আগে ২০২০ সালে এমন ব্রিটিশ নাগরিকের সংখ্যা ছিল সর্বসাকুল্যে ৬০ লাখ। সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রতি চারজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এরইমধ্যে আর্থিক সংকটে ভুগছেন কিংবা কোনোপ্রকার আর্থিক ধাক্কার মুখোমুখি হলে বিপদে পড়ে যাবেন। জরিপের আগে থেকেই ৪২ লাখের মতো প্রাপ্তবয়স্ক ব্রিটিশ ছয় মাসের মধ্যে অন্তত তিন মাস বিল বা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। জরিপে আরও দেখা গেছে, যুক্তরাজ্যের সবচেয়ে বঞ্চিত এলাকায় বসবাসরত ব্রিটিশরা ৬-৭গুণ বেশি আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। দেশটির উত্তর পূর্বাংশে ১২ শতাংশ, উত্তর পশ্চিমাংশে ১০ শতাংশ ব্রিটিশ আর্থিক সংকটের মুখোমুখি রয়েছে যেখানে দক্ষিণ পূর্বাংশ ও দক্ষিণ পশ্চিমে থাকা ৬ শতাংশ ব্রিটিশ অসুবিধায় পড়েছেন। যুক্তরাজ্যে স্বাধীনভাবে কাজ করা এই আর্থিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে এই জরিপটি এই ধরণের সমীক্ষায় সর্বোচ্চ বেশি সংখ্যক স্যাম্পল নিয়ে পরিচালিত একটি জরিপ। এই সমীক্ষার জন্য ১৯ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিকের সাক্ষাৎকার নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply