শামি-সিরাজ-উমরানের সম্ভাবনার মধ্যে বুমরাকে নিয়ে বড় বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Jasprit Bumrah, ICC T20 World Cup 2022 : বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরা। বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, ছ’মাস ছিটকে যেতে পারেন টিম ইন্ডিয়ার এক নম্বর জোরে বোলার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাহানি পে ফের টুইস্ট! একটা চোট। এবং সেই ক্রিকেটাররে চোট নিয়ে একাধিক জল্পনা। গত ২৪ ঘণ্টা জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোটের ইস্যু নিয়ে এ ভাবেই ভারতীয় ক্রিকেট (Indian Cricket) উত্তাল হয়ে রয়েছে। বুমরার ফের একবার চোট পাওয়ার জন্য তাঁর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) অভিযান শেষ হয়ে গিয়েছে। এই খবর ভারতীয় ক্রিকেট মহলে চাউর হওয়ার পর থেকে একাধিক সুত্র মারফত নানান খবর ভেসে আসছে। স্ট্যান্ড বাই তালিকায় থাকা মহম্মদ শামি (Mohammed Shami) ও দীপক চাহারের (Deepak Chahar) অস্ট্রেলিয়া (Australia) উড়ে যাওয়ার জল্পনা বেড়েছে। এরমধ্যে যোগ হয়েছে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও উমরান মালিকের (Umran Malik) নাম। শোনা যাচ্ছে সিরাজ ও উমরান অস্ট্রেলিয়ার বিমান ধরছেন। সেই বার্তা টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই দুই পেসারকে দিয়েছে। যদিও বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দাবি, বুমরাকে এখনই বাতিলের খাতায় ফেলে দেওয়া উচিত হবে না।
বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরা। বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, ছ’মাস ছিটকে যেতে পারেন টিম ইন্ডিয়ার এক নম্বর জোরে বোলার। তবে সৌরভ শুক্রবার একটি ইউটিউব চ্যানেলে বলেছেন, 'এখনও বুমরা বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। দেখা যাক কী হয়। আগামী দু’-তিন দিনে বোঝা যাবে ও অস্ট্রেলিয়া যাচ্ছে কি না। এখনই ওকে হিসেবের বাইরে রাখা হচ্ছে না।'
Tag: English News games
No comments: