ভুল সিদ্ধান্তে আউট সাকিব, ৬ ওভারে টাইগারদের ৪ উইকেট গায়েব
ভুল সিদ্ধান্তে আউট সাকিব, ৬ ওভারে টাইগারদের ৪ উইকেট গায়েব
ছবি- সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ঝড় তোলে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। সেই ওভারে রান তোলে ১৭ রান। যেখানে সৌম্য রাবাদাকে জাস্ট ফ্লিক শটে যে দুই ছয় হাঁকিয়েছে সেটি চোখের শান্তি।
মনে হচ্ছিলো, সৌম্য কিছু একটা করবেন আজ। তবে সেই ওভারেই শেষ। এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। বিশেষ করে এনরিখ নরকিয়ে নিজের প্রথম ওভারে এসেই টাইগার দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। কিপার ক্যাচে পরিণত হওয়ার আগে সৌম্য করেন ৬ বলে ১৫ রান।
শান্ত বোল্ড হয়ে ফেরার আগে করেন ৯ রান। পাওয়ারপ্লের মধ্যে নিজের দ্বিতীয় ওভারে এসে সাকিবকে ফিরিয়ে টাইগারদের চাপে ফেলে দেন। তবে সাকিবের আউট নিয়ে নিশ্চিত বিতর্ক আছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ফিরেছেন টাইগার অধিনায়ক। করতে পেরেছেন অবশ্য মোটে ১ রান।
আফিফও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। ওয়েইন পারনেলের বলে ১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে করেছে ৪৭ রান। লিটন অপরাজিত আছেন ১৪ রানে।
Tag: English News games
No comments: