Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিত্রাংয়ের তাণ্ডবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশের উপকূলের বেশ কয়েকটি অঞ্চল




উপকূলের অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন

বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাবাসী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশের উপকূলের বেশ কয়েকটি অঞ্চল। এতে ব্যাহত হয় মোবাইল নেটওয়ার্ক, গতি হারায় ইন্টারনেট সেবাও। বিদ্যুৎ সংযোগ স্থাপন এবং যোগাযোগ ব্যবস্থা সচল করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঝালকাঠিতে ৪৩টি খুঁটি, ১১টি ট্রান্সফর্মার, ৩৭০ মিটার বৈদ্যুতিক তার ও ৫১টি ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখন পর্যন্ত এলাকার ৪০ শতাংশ এলাকার বিদ্যুৎ ব্যবস্থা সচল করা গেছে। বাকি এলাকাগুলোতে সরবরাহ সচল করতে ১১৫টি টিম কাজ করছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। পিরোজপুরে হেলে পড়েছে ৪০০টি বৈদ্যুতিক খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১৮ মিটার তার ও ১৬টি ট্রান্সফর্মার। সংযোগ সচল করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীতে ১৮৮টি খুঁটি, ১৯টি ট্রান্সফর্মার এবং ৪৫৬টি স্থানে বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে ৪০ ভাগ এলাকা। তবে দ্রুত বাকি কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। বাগেরহাটে ঝড়ের তাণ্ডবে ৭০টি বৈদ্যুতিক খুঁটি এবং ১৬টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন ২০ ভাগ এলাকা। বরগুনা, মাদারীপুর ও ফেনীতে শতভাগ সচল হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। তবে ফেনীর প্রত্যন্ত এলাকায় বেড়েছে লোডশেডিং। পটুয়াখালীতে ইউনিয়ন পর্যায়ে সরবরাহ সচল হলেও বিদ্যুৎ বিহীন রয়েছে কিছু গ্রাম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply