Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান ওবামার




মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান ওবামার মিশিগানের ডেট্রয়েট রেনেসাঁ হাই স্কুল জিমনেসিয়ামে বক্তব্য প্রদান করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির মিশিগান অঙ্গরাজ্যে সফরে এসে সেখানকার ডেমোক্র্যাট গভর্নর গ্রেচেন হুইটমারকে আবারও নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) রাজ্যের ডেট্রয়েট রেনেসাঁ হাই স্কুলের জিমনেসিয়ামে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ আহবান জানান। এদিন স্কুলের জিমনেসিয়ামে হাজার হাজার ডেমোক্র্যাট সমর্থকদের মিলনমেলা বসেছিল। এ ছাড়া দুপুরের পর র‍্যালি শুরু করার সময় সমর্থকদের অংশগ্রহণে জিমনেসিয়াম পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য শোনার জন্য মূলত তারা এসেছিল। ওবামা মূলত ডেমোক্র্যাট প্রাথীকে সমর্থন দেওয়া এবং নির্বাচনের দিন সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ওবামা সবার শেষে বক্তব্য দেন। এর আগে সমাবেশে আসা ডেমোক্র্যাট রাজনীতিকরা তাদের বক্তব্যে সবাইকে ভোটদানে উৎসাহিত করেন। বারাক ওবামা বলেন, একজনকে ভোট দিতে দেখে তার বন্ধু কিংবা পরিবারের অন্যরাও ভোট দিতে উৎসাহিত হবে। মনে রাখতে হবে, এই নির্বাচনে আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। দুই মেয়াদের এই সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি বুঝতে পারছি আপনারা কেন দেশের বিষয়ে উদ্বিগ্ন। কখনও কখনও আপনারা হয়তো কোনো কিছু শুনতে অপছন্দ করতে পারেন বা শোনা বন্ধও করে দিতে পারেন। কিন্তু এটা তো বিকল্প কিছু হতে পারে না। ভোট দানে উৎসাহিত করতে পরিচিত ৫ জনের কাছে যাওয়ার অনুরোধ জানান মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব (ডেমোক্র্যাট-ডেট্রয়েট)। তিনি অভিযোগ করে বলেন, ডেট্রয়েটে ভোটারদের দমন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো কিছুই ডেট্রয়েটবাসীকে থামাতে পারবে না। তিনি বলেন, আপনি নিজের জন্য ভোট দিতে তো যাবেনই পাশাপাশি আপনার আশেপাশে যারা থাকেন তাদেরকে সহায়তা করুন। অনেক ভোটার প্রস্তাব ৩-এর পক্ষে ভোট দেওয়ার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছেন, যা মহিলাদের জন্য গর্ভপাত এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তের একটি রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার তৈরি করবে। ওবামার ঠিক আগে গভর্নর গ্রেচেন হুইটমার বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এখন থেকে নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত প্রতিদিন অন্যদের ভোট দিতে উৎসাহিত করার জন্য সবারই কিছু করা উচিত। প্রত্যেকের দরজায় কড়া নাড়ুন, একটি গণতান্ত্রিক প্রচারণার সঙ্গে একটি পরিবর্তনের জন্য সাইন আপ করুন। ভোট দানের বিষয়টি নিশ্চিত করতে পরিচিত সবার সাথে যোগাযোগ করুন। কেননা, আমাদের গণতন্ত্র এই ব্যালটে। ডেট্রয়েট রেনেসাঁ হাই স্কুলের ছাত্রী অলিভিয়া লুন্সফোর্ড জানান, তার ভোট দেওয়ার মতো বয়স হয়নি কিন্তু ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন। সেই দিনটির জন্য তার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রেখেছেন অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল, সেক্রেটারি অফ স্টেট জোসেলিন বেনসন, মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি রিচার্ড বার্নস্টেইন, সুপ্রিম কোর্টের প্রতিনিধি কাইরা বোল্ডেন, (ডি-সাউথফিল্ড), মার্কিন প্রতিনিধি ব্রেন্ডা লরেন্স ( ডি-সাউথফিল্ড), ইউ.এস. সেন্স গ্যারি পিটার্স এবং ডেবি স্ট্যাবেনো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply