Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সৌদির কাছে হারের পর মেসিকে নিয়ে ট্রল ‘গোটের চেয়ে উট বড়।




গ্রেট অব অল টাইম’। সংক্ষেপে যাকে বলা হয় ‘জিওএটি বা গোট’। বাংলা করলে দাঁড়ায় ‘ছাগল’। লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা এই তর্কবিতর্ক বরাবরই ছিল। এবারের বিশ্বকাপ ঘিরেও আছে ওই আলাপ-আলোচনা। আর্জেন্টাইন তারকা মেসি ক্লাব ক্যারিয়ারে দুর্দান্ত হলেও দেশের জার্সিতে গত বছর কোপা আমেরিকা এবং চলতি বছরের ফিনালিসিমা ছাড়া কিছু জিততে পারেননি। বিশ্বকাপ না জিতলে কি তাকে গোট বলা যাবে? তিনি কি ডিয়াগো ম্যারাডোনার সমান হতে পারবেন, এই সব তর্ক লেগেই আছে। এর মধ্যে লিওনেল মেসি কাতারে শেষ বিশ্বকাপে খেলতে নেমেছেন। তার দলকে ফেবারিট বলা হচ্ছে। কিন্তু আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে আলবিসেলেস্তেরা। ওই ম্যাচের পর সৌদি ভক্তরা তাদের জাতীয় পশু উটের সঙ্গে তুলনা করছে ছাগলকে। মুহামেদ ওহলেয়িয়ে নামের এক ভক্ত তো টুইটে ছাগল ও উটের ছবি দিয়ে লিখেই দিয়েছেন, ‘গোটের চেয়ে উট বড়।’ মেসির হারানো বল নিয়ে লম্বা পাস থেকে সৌদির গোল পাওয়ার বিষয়টি তুলে ধরে এক ভক্ত টুইট করেছেন, ‘গোটকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না।’ অন্য এক ভক্ত মেসিকে দলের ‘প্যাসেঞ্জার বা যাত্রী’ বলে টুইট করেছেন।

সংবাদ মাধ্যম দি সান বেশ কিছু টুইট শেয়ার করেছে। সেখানেও অনেকে হতাশা ব্যক্ত করেছেন। লিওনেল মেসি ও আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপে চোকিং করতে চলেছে বলে মন্তব্য করেছেন তারা। মেসির ফর্ম মাঠে দুর্যোগের সমান বলে লিখেছেন এক ভক্তা। এছাড়া মেসিকে ট্রল করে ছোট ছোট ভিডিও, মেমেতে ছেয়ে গেছে টুইটার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply