বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল
কাতার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো ইতোমধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন কৌতিনহো। দলে সুযোগ পাননি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো। এছাড়া লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোরও জায়গা হয়নি স্কোয়াডে।
ফিরমিনো-মার্সেলো বাদ পড়লেও বিশ্বকাপ দিয়ে আবার দলে ফিরেছেন দানি আলভেস ও গ্যাব্রিয়েল জেসুস। দীর্ঘদিন ধরেই দলের বারে ছিলেন এই দুই তারকা। কিন্তু বিশ্ব আসরে অভিজ্ঞ দুই খেলোয়াড়ের ওপর ভরসা রেখেছেন ব্রাজিলের কোচ তিতে।
২৬ সদস্যের ব্রাজিল দল-
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভেরতন।
ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, ব্রেমের, থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাও।
মিডফিল্ডার: ফাবিনিও, ফ্রেদ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, এভারতন রিভেইরো, কাসেমিরো।
ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া, আন্তনি, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
Tag: English News games lid news world

No comments: