Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মরক্কো-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য




মরক্কো-ক্রোয়েশিয়া ম্যাচ। ছবি: সংগৃহীত কাতার বিশ্বকাপে ফুটবলের লড়াই এখন চরমে। প্রতি ম্যাচেই তৈরি হচ্ছে টানটান উত্তেজনা। বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে আজ মুখোমুখি মরক্কো-ক্রোয়েশিয়া। প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আজ বুধবার দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয় মরক্কো ও ক্রোয়েশিয়া। উভয় দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আসেনি কোনো দলের পক্ষ থেকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে ক্রোয়েশিয়ার বোর্না সোসার বানিয়ে দেওয়া বলটি জালে ঢোকাতে ব্যর্থ হন নিকোলা ভ্লাসিচ। অবশ্য নিকোলাকে সেভাবে দোষ দেওয়া যায় না। কারণ দুর্দান্তভাবে গোলটি সেভ করেন মরক্কোর গোলরক্ষক ইউসুফ আন-নাসিরি। সে যাত্রায় বেঁচে যায় মরক্কো। প্রথম ৪৫ মিনিটের খেলার ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে ক্রোয়েশিয়া, ৪১ শতাংশ মরক্কো। ক্রোয়েশিয়া পায় দুটি কর্নার কিকের সুযোগ। ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়ার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ফর্মে থাকা মরক্কো। তবে প্রথমার্ধে সেরকম খেলতে দেখা যায়নি তাদের। আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে মরক্কো-ক্রোয়েশিয়া। এর আগে প্রথম দেখায় ১৯৯৬ সালে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। মরক্কো একাদশ : ইয়াসিন বুনু, রোমান সেইস, নায়েফ আগুয়ার্ড, নুসাইর মাজরাউয়ি, আশরাফ হাকিমি, সেলিম আমাল্লাহ, সোফিয়ান আম্রাবাত, আজ্জেদিন ওউনাহি, ইউসুফ আন-নাসিরি, সোফিয়ানে বুফাল, হাকিম জিয়েচ। ক্রোয়েশিয়া একাদশ: ডোমিনিক লিভাকোভিচ, জোসকো গাভারডিওল, ডিয়ান লোভরেন, বোর্না সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, আন্দ্রে ক্রামারিচ, ইভান পেরিসিস, নিকোলা ভ্লাসিচ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply