জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, IAEA। খবর রয়টার্সের।
জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। তবে, সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি এক বিবৃতিতে জানান, স্পর্শকাতর পরমাণু কেন্দ্রটি ঘিরে হচ্ছে ব্যাপক গোলাবর্ষণ। বলেন, তাতে গোটা বিশ্বের জন্যেই বাড়ছে ঝুঁকি। সম্প্রতি, নিয়ন্ত্রণে নেয়া অঞ্চলটিতে হামলার জন্য ইউক্রেনকে দোষারোপ করছে রাশিয়া।
অন্যদিকে কিয়েভের দাবি, রোববার সকাল থেকে গুরুত্বপূর্ণ এলাকাটিতে অন্ততঃ ১২ দফা মিসাইল হামলা চালানো হয়েছে। যা খুবই বিপজ্জনক। মারণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে ট্যাংকার। ছড়িয়ে পরতে পারে তেজস্ক্রিয়তা। গেলো দু’সপ্তাহে রাশিয়ার হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের ৪০ শতাংশ এলাকা। তীব্র ঠান্ডায় এক কোটির বেশি মানুষ রয়েছেন অন্ধকারে।
Tag: English News lid news others world

No comments: