Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিদায়ের শঙ্কা নিয়ে স্পেনের মুখোমুখি জার্মানী




কাতার বিশ্বকাপে আজ চারটি ম্যাচ। জাপানের কাছে হারের পর এবার জার্মানির প্রতিপক্ষ দারুন ফর্মে থাকা স্পেন। এ ম্যাচে হারলেই ছিটকে যাবে জার্মানরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। রাত ১০টায় ক্রোশিয়ার প্রতিপক্ষ কানাডা। আর সন্ধ্যা ৭টায় খেলবে বেলজিয়াম ও মরক্কো। দিনের প্রথম ম্যাচ বিকাল ৪টায় কোস্টারিকার বিপক্ষে লড়বে জাপান। বিশ্বকাপ শুরুর আগে ই-গ্রুপে ফেভারিট ধরা হচ্ছিল স্পেন ও জার্মানিকে। তবে, প্রথম ম্যাচ হারের পর বিদায় নেয়ার শঙ্কায় জার্মানরা। আর কোস্টারিকাকে ৭ গোলে বিধ্বস্ত করে শক্তি জানান দিয়েছে স্পেন। এ পর্যন্ত একরাবই বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন। জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চার বার, সবশেষ ২০১৪ সালে। দুই দলের সবশেষ সাক্ষাতে ২০২০ সালে উয়েফা নেশন্স লিগের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারায় স্পেন। এ ম্যাচে জয় পেলে শেষ ষোলো নিশ্চিত হবে স্পেনের। সেক্ষেত্রে জাপান যদি কোস্টারিকার বিপক্ষে ড্রও করতে পারে, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে জার্মানিকে। এদিকে, এফ গ্রুপে লড়বে ক্রোয়েশিয়া ও কানাডা। নিজেদের প্রথম ম্যাচে মরোক্কোর সঙ্গে ড্র করে ক্রোয়েশিয়া পয়েন্ট পেলেও বেলজিয়ামের কাছে হেরেছে কানাডা। টিকে থাকতে জয়েই চোখ রাখছে কানাডা। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে এবার বেলজিয়ামের প্রতিপক্ষ মরোক্কো। এফ গ্রুপে টেবিলের শীর্ষে বেলজিয়াম। জয়ের ছন্দেই মরোক্কোকে হারাতে চায় রর্বেতো মার্টিনেজের শিষ্যরা। দিনের প্রথম ম্যাচে লড়বে কোস্টারিকা ও জাপান। জার্মানিকে হারিয়ে চমকে দেয়া জাপান দারুণ ফর্মে। দ্বিতীয় রাউন্ডে যেতে কোস্টারিকার বিপক্ষে জয়কেই পাখির চোখ করেছে জাপান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply