ইনজুরিতে মেসি
লিওনেল মেসি ইনজুরিতে। বিশ্বকাপের বাকি আর মাত্র ১৫ দিন। তবে এর আগে আগেই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন মেসি। যদিও মেসির এই ইনজুরি খুব বেশি কিছু নয়। এমনকি বিশ্বকাপেও মাঠে নামা নিয়ে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই মেসিকে ঘিরে।
ইউরো স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, এই ইনজুরির জন্য বিশ্বকাপের ঠিক আগে আগেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে মাঠে নামছেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। লরিয়েন্তের বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন না সতর্কতার অংশ হিসেবে।
মেসির ইনজুরি নিয়ে পিএসজি জানিয়েছে, আর্জেন্টাইন অধিনায়ক গোড়ালির পেছনের অংশে ব্যথা অনুভব করায় এই বিশ্রাম নিচ্ছে। পিএসজি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘মেসিকে এখন আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সপ্তাহ থেকে দলীয় অনুশীলনে যোগ দেবেন তিনি।’
Tag: English News games world

No comments: