কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পল পগবা
ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফরাসি তারকা পল পগবা। তার এজেন্ট রাফায়েলা পিমেস্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
রাফায়েলা পিমেস্তা জানান, হাঁটুর চোট কাটিয়ে কাতার বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠার কোনো সম্ভাবনা নেই পগবার। গত গ্রীষ্মের দলবদলে ম্যানইউ ছেড়ে য়্যুভেন্টাসে যোগ দেয়া এই মিডফিল্ডার চোটে পড়েন দলটির প্রাক-মৌসুম সফরে।
এরপর ক্লাবটির হয়ে একটি ম্যাচও খেলা হয়নি তার। চোট কাটিয়ে বিশ্বকাপ খেলতে অস্ত্রোপচার করতে রাজি হয়েছিলেন পগবা। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের স্পষ্ট কথা, পূর্ণ ফিট না হলে সুযোগ মিলবে না বিশ্বকাপগামী দলে। এর দুই দিন পর পগবার এজেন্ট নিশ্চিত করলেন, কাতার যাওয়া হবে না সবশেষ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে গোল করা এই মিডফিল্ডারের।
Tag: English News games lid news world

No comments: