অজিদের কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
জিতলেই সেমি নিশ্চিত, আর হেরে গেলে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া চলে যাবে কাঙ্ক্ষিত শেষ চারে। এমনই সমীকরণ মাথায় নিয়ে সিডিনিতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ১৪২ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। যে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে সহজ মনে হলেও শেষ পর্যন্ত ঘাম ঝরিয়েই জয়ের নাগাল পেয়েছে তারা।
শনিবার সিডনিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে স্বাগতিক অজিদের কাঁদিয়ে বাটলার বাহিনী পৌঁছে গেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।
১৪২ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লে-র ৬ ওভারেই ইংল্যান্ড ৭০ রান তুলে ফেলে কোনও উইকেট না হারিয়েই। তবে এরপরই যেন ধস নামে তাদের ব্যাটিংয়ে
Tag: English News games lid news others world

No comments: