Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বুধবার অ্যাডিলেডে প্রতি ঘণ্টায় কেমন বৃষ্টি? রোহিতদের খেলায় কতটা ব্যাঘাত হতে পারে?




বুধবার অ্যাডিলেডে প্রতি ঘণ্টায় কেমন বৃষ্টি? রোহিতদের খেলায় কতটা ব্যাঘাত হতে পারে? বুধবার অ্যাডিলেডে সারা দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কখনও বেশি, কখনও কম। ভারত-বাংলাদেশ খেলায় কি তার কোনও প্রভাব পড়বে? প্রতি ঘণ্টায় কেমন বৃষ্টি হতে পারে?এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ভূমিকা নিচ্ছে বৃষ্টি। ইতিমধ্যেই বৃষ্টির কারণে চারটি ম্যাচ বাতিল হয়েছে। তার জেরে সমস্যায় পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দল। ভারতের কোনও খেলা এখনও পর্যন্ত বৃষ্টির জেরে ভেস্তে যায়নি। কিন্তু অ্যাডিলেডে ভারত-বাংলাদেশ ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারা দিনে কেমন বৃষ্টি হতে পারে।

? সকাল ১০টা (ভারতীয় সময় ভোর ৫টা): বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। সকাল ১১টা (ভারতীয় সময় সকাল ৬টা): বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। বেলা ১২টা (ভারতীয় সময় সকাল ৭টা): বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ। দুপুর ১টা (ভারতীয় সময় সকাল ৮টা): বৃষ্টির সম্ভাবনা ৩৭ শতাংশ। দুপুর ২টো (ভারতীয় সময় সকাল ৯টা): বৃষ্টির সম্ভাবনা ৪৮ শতাংশ। এই সময়ই নেদারল্যান্ডস বনাম জ়িম্বাবোয়ে ম্যাচের টস হওয়ার কথা। দুপুর ৩টে (ভারতীয় সময় সকাল ১০টা): বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ। বিকাল ৪টে (ভারতীয় সময় সকাল ১১টা): বৃষ্টির সম্ভাবনা ৪৪ শতাংশ। বিকাল ৫টা (ভারতীয় সময় বেলা ১২টা): বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় দুপুর ১টা): বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। এই সময়ই ভারত বনাম বাংলাদেশ ম্যাচের টস হওয়ার কথা। সন্ধ্যা ৭টা (ভারতীয় সময় দুপুর ২টো): বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। রাত ৮টা (ভারতীয় সময় দুপুর ৩টে): বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ। রাত ৯টা (ভারতীয় সময় বিকাল ৪টে): বৃষ্টির সম্ভাবনা ৪৮ শতাংশ। রাত ১০টা (ভারতীয় সময় বিকাল ৫টা): বৃষ্টির সম্ভাবনা ৪১ শতাংশ। রাত ১১টা (ভারতীয় সময় সন্ধ্যা ৬টা): বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ। এই পূর্বাভাস থেকে স্পষ্ট, বুধবার অ্যাডিলেডে সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনও বেশি, কখনও আবার কিছুটা কম। তার প্রভাব পড়তে পারে দু’টি ম্যাচের উপরেই। এই মুহূর্তে পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে পয়েন্ট নষ্ট করলে ভারতের লোকসান। তাই রোহিতরা চাইবেন যাতে পূর্বাভাস থাকলেও বৃষ্টি না হয়। কারণ, বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা পাকা ভারতের






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply