Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কেন হাফ ডজন গোল বাতিল? কেন বাড়ছে 'ইনজুরি টাইম'? বিশ্লেষণে ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়




কেন হাফ ডজন গোল বাতিল? কেন বাড়ছে 'ইনজুরি টাইম'? বিশ্লেষণে ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় FIFA World Cup 2022: গোল বাতিলের হ্যাটট্রিক দেখেছিল ফুটবল দুনিয়া। সৌদি আরবের বিরুদ্ধে মেসিদের হারের দিন আর্জেন্টিনার ৩টি গোল বাতিল অফসাইডে। বিশ্বকাপে প্রথম ম্যাচেই ১০টি অফসাইড করেছে আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনার ম্যাচই নয়, প্রায় স

ব ম্যাচেই বদলে যাচ্ছে ফলাফল।লিওনেল মেসি (Lionel Messi) থেকে জাপানের দাইজেন মায়েদা (Daizen Maeda)। গোলার্ধের দুই প্রান্তের দুই ফুটবলার এবং আরও অনেকে এখন এক সমস্যায় ভুগছেন। সেই সমস্যার নাম 'ভার' (VAR)। কিন্তু ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারিকে ( Video Assistant Referre) নিয়ে চাপে রয়ছেন কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) খেলতে আসা ফুটবলাররা? আসলে ফিফা (FIFA) এই প্রযুক্তিকে আরও আধুনিক করে তোলার জন্যই একাধিকবার অফসাইডের (Offside) ফাঁদে পড়ছেন কাপ যুদ্ধে অংশ নেওয়া একাধিক ফুটবলার। এই প্রতিবেদন লেখা এখনও পর্যন্ত ১২ ম্যাচে মোট ৬টি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে! যা বেশ তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়। এবারের বিশ্বকাপে বেড়েছে 'ইনজুরি টাইম' (Injury Time)। ১২ ম্যাচে এখনও পর্যন্ত প্রায় ১২০ মিনিটের বেশি খেলা হয়েছে। এই পরিসংখ্যানও চোখে পড়ার মতো। কেন এত বেশি সময় ধরে খেলা চলছে? কেনই বা ঘনঘন অফসাইডে থাকার জন্য হচ্ছে গোল বাতিল? দুটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জি ২৪ ঘণ্টার সঙ্গে কথা বললেন ফিফা ও এএফসি প্যানেলে থাকা ভারতের (India) এক নম্বর রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় (Pranjal Banerjee)। গোল বাতিলের হ্যাটট্রিক দেখেছিল ফুটবল দুনিয়া। সৌদি আরবের বিরুদ্ধে মেসিদের হারের দিন আর্জেন্টিনার ৩টি গোল বাতিল অফসাইডে। বিশ্বকাপে প্রথম ম্যাচেই ১০টি অফসাইড করেছে আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনার ম্যাচই নয়, প্রায় সব ম্যাচেই বদলে যাচ্ছে ফলাফল। কাতারের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ঘটেছিল একই ঘটনা। বাতিল হয়েছিল ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার গোল। ডেনমার্ক- তিউনিশিয়া ম্যাচেও দু'দলের একটি করে বাতিল হয়েছে গোল অফ সাইডে। জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জাপান জিতলেও, তাদের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে গিয়েছিল। ফোনে প্রাঞ্জল বলছিলেন, 'কাতারের প্রতি স্টেডিয়ামের ছাদে বসানো থাকছে ১২টি অত্যাধুনিক ট্র্যাকিং ক্যামেরা। এর নাম 'সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি'। এই প্রযুক্তির সাহায্যে প্রতিটি ফুটবলারের ২৯টি ভিন্ন ও নিখুঁত ছবি ইনফরমেশন সেকেন্ডে ৫০ বার করে পাঠিয়ে দিচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে। বিশ্বকাপের বল 'আল রিহলা'-তে রয়েছে বিশেষ সেন্সর চিপ। এই চিপের সাহায্যে সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাচ্ছে 'ভার' কেন্দ্রে। অতীতে বহুবার বিভিন্ন দল প্রতিবাদ করেছে অফসাইডের সিদ্ধান্ত নিয়ে। তবে এবার তা আর হচ্ছে না। কারণ প্রযুক্তিগত দিক থেকে ইতিহাস গড়ছে কাতার বিশ্বকাপ।' ২২ মিনিটের মাথায় সৌদির বিরুদ্ধে আর্জেন্টিনার গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। জালে বল জড়িয়েছিলেন মেসি। কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। পাঁচ মিনিট পরে আরও এক বার গোল করেছিল আর্জেন্টিনা। সেই গোল এসেছিল লাউতারো মার্টিনেজের পা থেকে। রেফারি প্রথমে গোল দিলেও, পরে 'ভার' প্রযুক্তির সাহায্যে দেখা যায় অফসাইডে ছিলেন মার্টিনেজ। তাই গোল বাতিল হয়। ৩৪ মিনিটের মাথায় মেসির পাস থেকে আবার গোল করেন মার্টিনেজ। কিন্তু সেটিও অফসাইডের কারণে বাতিল করে দিয়েছিলেন রেফারি। ডেনমার্ক বনাম তিউনিশিয়ার ম্যাচের সেই এক ঘটনা। ২৪ মিনিটের মাথায় ডেনমার্কের জালে বল জড়িয়েছিলেন তিউনিশিয়ার জাবেলি। কিন্তু তাঁর গোল অফসাইডে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় ডেনমার্কের হয়ে গোল করেন ওলসেন। কিন্তু সেটিও বাতিল হয়ে যায় এই একই কারণে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply