Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইমরান খানের ওপর হামলার বিষয়ে মুখ খুলল পাকিস্তান সেনাবাহিনী




পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর দেশটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইমরান খানের দল দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হওয়া এ ঘটনায় মুখ খুলেছে পাকিস্তানের সেনাবাহিনী। nagad-300-250 বৃহস্পতিবার তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) প্রধানের ওপর হামলাকে নিন্দনীয় বলে আখ্যায়িত করেছে তারা। একই সঙ্গে ইমরান খানসহ হামলায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছে দেশটির সেনাবাহিনী। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইপ্রধান ইমরান খানের ওপর হামলা ও হত্যা প্রচেষ্টার নিন্দা করেছে বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে। ফেডারেল রাজধানী অভিমুখে দলের লংমার্চের সপ্তম দিনে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। হামলার পর বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এবং ইমরান খান এখন শঙ্কামুক্ত। লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় বৃহস্পতিবার পিটিআইপ্রধান পায়ে একাধিক গুলিবিদ্ধ হন এবং পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পাকিস্তানের পাশাপাশি বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ইমরান খানের ওপর হামলার ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ‘গুজরানওয়ালার কাছে লংমার্চ চলাকালীন গুলি চালানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং এ দুর্ভাগ্যজনক ঘটনায় আহত সবার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা করছি।’ এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ইমরান খানের ওপর হামলার ঘটনার নিন্দা করেছিলেন। শেহবাজ তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনার বিষয়ে অবিলম্বে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি পিটিআই চেয়ারম্যান ও অন্যান্য আহত ব্যক্তিদের সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।’ প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, পাকিস্তানের ফেডারেল সরকার নিরাপত্তা এবং তদন্তের জন্য পাঞ্জাব সরকারকে প্রয়োজনীয় সব সহায়তা দেবে। আমাদের দেশের রাজনীতিতে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply