Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » 'আমার যখন ইচ্ছা, তখন কথা বলব'! সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক রোনাল্ডো




কেরিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) বলে কথা। তবে কাতারে (Qatar) পা রাখার পর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য পর্তুগাল (Portugal)শিবিরে চরম অশান্তি চলছে। এমন চরম বিশৃঙ্খলার জেরে পেপে-নুনো মেন্ডেজরা প্রথমদিন অনুশীলন পর্যন্ত করতে পারেননি। তবে সবাইকে আস্বস্ত করে সোমবার রোনাল্ডো অবশেষে সাংবাদিক সম্মেলনে এলেন। তবে সংবাদমাধ্যমের সামনে এসেই ফের বিস্ফোরণ ঘটালেন 'সি আর সেভেন'। পর্তুগীজ মহাতারকা জানিয়ে দিলেন যে, তাঁর যখন ইচ্ছা তখন তিনি কথা বলবেন! কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব (Manchester United) ও দলের হেড কোচ এরিক টেন হ্যাগের (Erik ten Hag) বিরুদ্ধে তাঁর সেই বিস্ফোরক সাক্ষাৎকার সম্প্রচার হতেই বিতর্কের বেড়েই চলেছে।

একাধিক বিদেশী ও বিশেষ করে পর্তুগীজ সংবাদমাধ্যম এই ইস্যু নিয়ে প্রশ্ন করার জন্য মুখিয়ে ছিলেন। উত্তর রোনাল্ডোর কাছেও তৈরি ছিল। কড়া ভাষায় তাঁর প্রতিক্রিয়া, 'আমার জীবনে টাইমিং হল শেষ কথা। আমার পছন্দের টাইমিং হল সেরা টাইমিং।' এরপরেই পর্তুগালের অধিনায়ক ফের বলে ওঠেন, 'আমাকে নিয়ে বাইরের লোকজন কী ভাবল, সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার যখন মনে হবে তখন কথা বলব। ক্লাব থেকে জাতীয় দল, সব জায়গার সতীর্থরা আমাকে খুব ভালোভাবে চেনে। এবং জানে।' Cristiano Ronaldo রোনাল্ডো নিজের টাইমিংকে দরাজ সার্টিফিকেট দলেও, ফুটবল বিশেষজ্ঞদের মতে বিতর্কিত মন্তব্য করার ফল তাঁকে পেতে হবেই। আবার অনেকের দাবি, বিশ্বকাপের কথা মাথায় রেখে পর্তুগীজ মহাতারকা এই স্পর্শকাতর ইস্যুতে ধীরেচলো নীতি নিতেই পারতেন। কারণ তাঁর কাজের জন্য কাপ যুদ্ধের অভিযানে সমস্যায় পড়তে পারে পর্তুগাল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply