Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ব্রাজিলের কাছে হারের পর এবার ফিফা-র রোষে সার্বিয়া! কিন্তু কেন?




ব্রাজিলের কাছে হারের পর এবার ফিফা-র রোষে সার্বিয়া! কিন্তু কেন? জানতে পড়ুন FIFA World Cup 2022: একের পর এক আক্রমণ শানিয়ে গেলেও, পাভলোভিচ, ভেলকোভিচ, মিলেনোভিচের রক্ষণের কাছে হার মানতে হচ্ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলকে। অবশ্য এমন পারফরম্যান্সের জন্য সার্বিয়া রক্ষণকে বাহবা জানানো ছাড়াও, গোলকিপার ভাঞ্জার আলাদা প্রশংসা প্রাপ্য।

চলতি কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) এবং বিতর্ক যেন সমার্থক হয়ে গিয়েছে। একে তো ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে ০-২ ব্যবধানে হেরে বেশ চাপে রয়েছে সার্বিয়া (Serbia)। এরমধ্যে এবার আনস্পোর্টিং কান্ড ঘটিয়ে ফিফা-র (FIFA) রোষে ভলোভিচ, ভেলকোভিচ, মিলেনোভিচের দেশ। কিন্তু সার্বিয়ার অপরাধ? একটা সময় সার্বিয়ার সঙ্গে যুক্ত থাকা কসোভো (Kosovo) এখন আলাদা দেশ। সেই কসোভোর মন্ত্রী হজরুল্লা সেকুর (Hajrulla Ceku) অভিযোগ, সেলেকাওদের বিরুদ্ধে ম্যাচ চলার সময় ড্রেসিংরুমে কসোভো জাতীয় পতাকা টাঙিয়ে বিদ্বেষমূলক বার্তা দেওয়া হয়েছে। স্বভাবতই তদন্তে নেমেছে ফিফা। ২৫ নভেম্বর কসোভোর তথ্য সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী হজরুল্লা সেকু (Kosovo’s Minister of Culture-Youth and Sport) টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সার্বিয়ার সাজঘরে কসোভোর পতাকা টাঙানো রয়েছে। তাতে লেখা, আমরা আত্মসমর্পণ করব না।' এই ছবি প্রকাশ করে সেকু লিখেছেন, 'সার্বিয়ার সাজঘরে কসোভোর প্রতি বিদ্বেষ ও উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে। সার্বিয়া বিশ্বকাপের মঞ্চকে এই ন্যক্কারজনক কাজে ব্যবহার করেছে। এটা খুবই লজ্জাজনক। আশাকরি ফিফা কড়া পদক্ষেপ করবে। কারণ, কসোভো ফুটবল ফেডারেশনও কিন্তু ফিফা ও উয়েফার সদস্য।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply