বাবুল আক্তারকে এক দিনের রিমান্ড, সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নির্দেশ দেয়া হয়েছে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদের।
এর আগে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এদিন সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে বাবুল আক্তারকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। মামলার অন্য দুই আসামি হলেন- বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু (৪৫) ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া (৭২)। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
Tag: English News politics
No comments: