Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কর্মীদের কাছে ক্ষমা চাইলেন টুইটার প্রতিষ্ঠাতা




জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি শনিবার (০৫ নভেম্বর) কোম্পানির কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। নতুন মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানটির প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের একদিন পর ডরসি এ প্ল্যাটফর্মটির আয়তন খুব তাড়াতাড়ি বাড়ানোর জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন। শনিবার এক টুইট বার্তায় ডরসি বলেন, ‘টুইটারের সব কর্মীরাই দক্ষ। কঠিন সময়ের মধ্যেও তারা একটি সঠিক উপায় খুঁজে বের করবেন। আমি জানি যে, বর্তমান পরিস্থিরি জন্য অনেকেই আমার ওপর রেগে আছেন। এই পরিস্থিতির জন্য আমি দায়বদ্ধ, আমি কোম্পানির আকার খুব দ্রুত বাড়িয়েছি। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী।’ এ ছাড়া আরেকটি টুইটে তিনি বলেন, ‘ টুইটারে যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের জন্য আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল।’ আরও পড়ুন: কী লেখা আছে টুইটারের বরখাস্ত বার্তায়? সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর পরেই তিনি মাইক্রো ব্লগিং সাইটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ শীষ কর্মকর্তাদের বরখাস্ত করেন। এমনকি খরচ কমানোর প্রয়াসে টুইটারের ব্যাপক সংখ্যক কর্মীদের ছাঁটাই করেন তিনি। টুইটারের আয় কমে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক অ্যাক্টিভিস্টদের দায়ী করছেন। ইলন মাস্ক শুক্রবার (০৪ নভেম্বর) এক টুইট বার্তায় জানান, টুইটার মডারেশনের বিষয়ে উদ্বেগ প্রকাশের মাধ্যমে অ্যাক্টিভিস্টরা আমেরিকাতে বাকস্বাধীনতা নষ্ট করার চেষ্টা করছে। আরও পড়ুন: টুইটারের আয় কমার জন্য কাদের দায়ী করছেন ইলন মাস্ক? জ্যাক ডরসি অন্যদের সঙ্গে ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৭ সাল থেকে টুইটারের পরিচালক ছিলেন। এ ছাড়া ২০১৫ সাল থেকে চলতি বছরের মে পর্যন্ত টুইটার বোর্ড থেকে পদত্যাগ করার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন ডরসি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply