‘জয়নুল মানবতার যে পথ দেখিয়ে গেছেন তা অব্যাহত থাকবে’
শিল্পাচার্য জয়নুল আবেদিন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে রং তুলি মাধ্যমে অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আন্তির্জাতিক ক্ষেত্রে মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনা রং তুলির মাধ্যমে তুলে ধরেছেন। জয়নুল আবেদিন মানবতার যে পথ দেখিয়ে গেছেন সেটা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া জয়নুল উৎসবের উদ্বোধন ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী।
পরে, জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা মাঠে মেলা ঘুরে দেখেন দীপুমনি।
Tag: English News politics

No comments: