Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রেকর্ড গড়ে ভাঙল ওপেনিং জুটি




জিততে হলে হিমালয় টপকাতে হবে। প্রথম ইনিংসে দেড়শ’ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের দেয়া ৫১৩ রানের টার্গেট অসাধ্যই বলা চলে। তবে এমন টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হলো স্বপ্নের মতো। ধারাবাহিকভাবে ব্যর্থ শান্ত আর অভিষিক্ত জাকির মিলে গড়লেন টিম ইন্ডিয়ার বিপক্ষে রেকর্ড ওপেনিং জুটি। তবে লাঞ্চবিরতির পর খেই হারালেন নাজমুল হোসেন শান্ত। একটু সময়ের জন্য মনোযোগ হারিয়েছিলেন শান্ত। সেটারই মাশুল দিতে হলো তাকে। উমেশ যাদবের বলে খোঁচা মেরে ধরা পড়লেন কিপার রিশভ পন্তের গ্লাভসে। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় স্লিপে। সেখানে তালগোল পাকান বিরাট কোহলি। তার হাতে লেগে যায় কিপারের দিকে। মিস করলেন না পন্ত। বাম হাত দিয়ে বল আটকে, ডানহাতে জমান তিনি! ক্যাচ দিয়ে ফেরার আগে শান্ত খেলেছেন ১৫৭ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ভাঙল ২৭৭ বল স্থায়ী ১২৪ রানের জুটি। এদিকে, শান্ত সাজঘরে ফেরার পর খেলতে নেমে আবারও ব্যর্থ ইয়াসির আলি রাব্বি। প্রথম ইনিংসে ব্যর্থতার পর ধারাবাহিকতা ধরে রাখলেন ইয়াসির। আগেরবার উমেশ যাদবের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছিলেন তিনি। এবার ফিরলেন অক্ষর প্যাটেলের বল ভুল লাইনে খেলে গিয়ে। ১২ বলে ৫ রান করে বোল্ড হয়েছেন তিনি। আরও পড়ুন: বাংলাদেশকে পাঁচশ ছাড়ানো টার্গেট দিল ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৬ রান। জিততে হলে এখনও করতে হবে ৩৭৭ রান। অভিষিক্ত জাকির ১৩৫ বলে ৫৯ রানে ব্যাট করছেন। এছাড়া লিটন এখনও রানের খাতা খুলতে পারেননি। এর আগে প্রথম ইনিংসে শ্রেয়াসের অনবদ্য ডাবল হান্ড্রেডের পর দ্বিতীয় ইনিংসে শতক হাঁকান শুভমান গিল। ১৫২ বলে তিনি করেন ১১০ রান। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ২৫৮ রানে। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫১৩ রানের। রান তাড়া করতে নেমে দেখেশুনেই এগোচ্ছিল দুই টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান। তারপরই ছন্দ হারায় বাংলাদেশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply