Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সরকার গঠনের জন্য আরও ১০ দিন সময় পেলেন নেতানিয়াহু




সরকার গঠনের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে অতিরিক্ত আরও ১০ দিন সময় মঞ্জুর করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। শুক্রবার (৯ ডিসেম্বর) সরকার গঠনের জন্য ১১ ডিসেম্বরের প্রাথমিক সময়সীমা ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন প্রেসিডেন্ট। বেনিয়ামিন নেতানিয়াহু গত ১ নভেম্বর ইসরাইলের নির্বাচন দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করেছে। রাজনৈতিক অচলাবস্থার মধ্যে গত চার বছরের মধ্যে দেশটিতে এ নিয়ে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর নতুন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট হারজগ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের অনুমতি দেন। আইন অনুযায়ী নেতানিয়াহু প্রাথমিকভাবে সরকার গঠনে ২৮ দিন সময় পান। সেই সময় রবিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে শেষ হওয়ার কথা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) প্রেসিডেন্টর কাছে সরকার গঠনের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়। জোট গঠন করে সরকার চূড়ান্ত করতে নেতানিয়াহুকে আরও ১০ দিন সময় দেয়া হয়। শুক্রবার ইসরাইলের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠনের কাজটি ১০ দিনের মধ্যে শেষ করার জন্য সময়সীমা বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও পড়ুন: ষষ্ঠবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু নেতানিয়াহু ধর্মীয় কট্টরপন্থী এবং অতি-ডানপন্থী শক্তিকে নতুন সরকার গঠনের জন্য প্ররোচিত করে চলেছেন। এ সময় ইসরাইলের বিরোধী দলগুলো সতর্ক করে দিয়ে বলেছে, নেতানিয়াহু নেতৃত্বাধীন জোটের নীতিগুলো গণতন্ত্রকে দুর্বল করতে পারে এবং সংঘাতকে আরও উস্কে দিতে পারে। নেতানিয়াহু বর্ধিত সময়সীমার মধ্যে একটি সরকার চূড়ান্ত করতে অক্ষম হলে হারজোগ অন্য রাজনৈতিক নেতাকে ওই দায়িত্ব দিতে পারেন। ইসরাইলের যেকোনো নতুন সরকারকে সংসদীয় আস্থা ভোটের জন্য দেশটির পার্লামেন্ট নেসেটের ১২০ সদস্যের মধ্যে কমপক্ষে ৬১ জনের সমর্থন প্রয়োজন। টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান নেতানিয়াহু। এরপর চলতি বছর জুনে ইয়ার লাপিদের মধ্যপন্থি দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করে ইয়েমিনা পার্টি। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা বেড়ে যাওয়া সব ছাপিয়ে সরকার হিসেবে আবারও কট্টর ডানপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকেই বেছে নিলেন ইসরাইলিরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply