Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯




পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনার পর স্থানীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ঘটনাস্থল পরিদর্শন। সূত্র: ডন স্থানীয় কর্মকর্তাদের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বুধবার (৩০ নভেম্বর) ওরাকজাই জেলার কয়লা খনিতে বিস্ফোরণ হয়। ওরাকজাই জেলার ডেপুটি কমিশনার আদনান ফরিদ বলেন, ঘটনার সময় খনিতে ১৩ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা সবাই খনিতে আটকা পড়েন। তিনি আরও জানান, উদ্ধারকারী দল, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে এবং ৯ জনের মৃতদেহ উদ্ধার করে। পরে ধ্বংসস্তূপ থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেয়া হয়। আরও পড়ুন: পাক মন্ত্রীর কাবুল সফর, তালেবান নেতাদের সঙ্গে বৈঠক কোহাটের বিভাগীয় কমিশনার মেহমুদ আসলাম ওয়াজির তাৎক্ষণিকভাবে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দায়িত্বে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা তদন্ত করে দেখেছি খনির আড়াই হাজার ফুট গভীরে বিস্ফোরণটি ঘটেছে। ওরাকজাই জেলা পুলিশপ্রধান নাজির খান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, খনি উন্নয়ন দফতরের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পর ‘খনির ভেতরে গ্যাস স্পার্ক থেকে বিস্ফোরণটি ঘটেছে’ বলে জানিয়েছে। আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী হামলায় দায় স্বীকার টিটিপির খনিতে বিস্ফোরণের ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী ওরাকজাই জেলায় বেশ কয়েকটি কয়লা খনি রয়েছে। ভূগর্ভে সঞ্চিত গ্যাসের কারণে এসব খনিতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply