Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কয়লার ব্যবহার কমাতে ভিয়েতনামকে ১৫৫০ কোটি ডলার দিচ্ছে জি-৭




বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ কয়লার ব্যবহার কমানোর লক্ষ্যে ভিয়েতনামকে ১৫৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভিয়েতনাম এ সহায়তা পেল। বুধবার (১৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের ধনী দেশগুলোর জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার চাপ বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করে উন্নয়নশীল এবং দারিদ্র্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ক্রমশ তুলনামূলক সবুজ ও টেকসই জ্বালানি খাতে নিজেদের এগিয়ে নিতে পারে।  মোট ১৫৫০ কোটি ডলার অর্থ সহায়তার মধ্যে অর্ধেক সরাসরি ভিয়েতনাম সরকারকে দেয়া হবে। বাকি অর্ধেক দেশটির বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগ হিসেবে আসবে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এ অর্থ ছাড় করবে জি-৭ ভুক্ত দেশগুলো।  আরও পড়ুন: তাইওয়ানের আকাশে চীনের রেকর্ডসংখ্যক বোমারু বিমান রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দেশটির সরকারকে যে পরিমাণ অর্থ দেয়া হবে তার সামান্যই আসবে অনুদান হিসেবে। বাকি অংশ দেয়া হবে ঋণ হিসেবে। গত নভেম্বরে মিসরে হয়ে যাওয়া কপ-২৭ সম্মেলনে জি-৭ ভুক্ত দেশগুলোর সঙ্গে এই বিষয়ে একটি ‍চুক্তি সাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় এই অর্থ সহায়তা দেয়া হবে ভিয়েতনামকে। এর আগে, দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়াকেও এ ধরনের সহায়তা দেয়া হয়েছে।  ভিয়েতনাম কয়লা ব্যবহাকারী শীর্ষ ২০ দেশের একটি। দেশটিকে কয়লার ব্যবহার কমিয়ে টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতেই এই সহায়তা দেয়া হচ্ছে। কেবল তাই নয়, একই কাজে ভিয়েতনামকে বিগত কয়েক বছর ধরেই ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন ব্যাপকভাবে সহায়তা করে যাচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply