Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ওয়ার্নারের শততম টেস্টে ১৮৯ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা




ওয়ার্নারের শততম টেস্টে ১৮৯ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা ছবি- সংগৃহীত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এমন ঐতিহাসিক ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে বল হাতে গুঁড়িয়ে দিয়েছেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের সুবাদে প্রোটিয়ারা মাত্র ১৮৯ রানেই অলআউট হয়ে গেছে। এ নিয়ে সর্বশেষ ৭ ইনিংসেই দুই শ–এর কমে গুটিয়ে গেল ডিন এলগারের দল। এরপর দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নেমে উসমান খাজার উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৩২ ও তার সঙ্গী মারনাস লাবুশেনের ৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। সোমবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বল হাতে ১১তম ওভারে প্রথম উইকেট তুলে নেয় স্বাগতিকরা। দলীয় ২৯ রানে স্কট বোলান্ডের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন সারেল আরউই। আউট হওয়ার আগে ১৮ রান করেন এই ব্যাটার। এরপর ৬৭ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। গ্রিন তার প্রথম উইকেট তুলে নেন তিনে নেমে ১২ রান করা থিউনিস ডি ব্রুইনকে বিদায় করে। অধিনায়ক ডিন এলগার ২৬ রানে রানআউটের কবলে পড়ার পর টেম্বা বাভুমা (১) ও খায়া জন্ডুকে (৫) তুলে নেন মিচেল স্টার্ক। খাদের কিনারায় থাকা দক্ষিণ আফ্রিকার ইনিংসে হাল ধরেন উইকেটকিপার কাইল ভেরেইনে ও পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজনে মিলে ১১২ রান যোগ করেন। কিন্তু দুজনেই ফিফটি করে গ্রিনের বলে বিদায় নেন। ভেরেইনে ৯৯ বলে ৫২ আর ইয়ানসেন ১৩৬ বলে ৫৯ রান করেন। গ্রিন পরে কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডিকে তুলে নিয়ে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়ে যান এই অলরাউন্ডার। গ্রিন মাত্র ২৭ রান দিয়ে এই পাঁচ উইকেটের দেখা পান। স্টার্কের দুই উইকেটের সাথে বোল্যান্ড ও নাথান লায়নের শিকার একটি করে। এরপর ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানে কাগিসো রাবাদার বলে উসমান খাজা বিদায় নেন। এরপর ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনে আর বিপর্যয় হতে না দিয়ে দিনের খেলা শেষ করেছে। এর আগে অবশ্য ওয়ার্নকে স্মরণ করতে আরেকটি আয়োজন করা হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তাঁর টেস্ট ক্যাপ ৩৫০ নম্বর। এটা স্মরণ করতে স্থানীয় সময় ৩টা ৫০ মিনিটে এক মিনিটের জন্য খেলা থামিয়ে রাখা হয়। এ সময় গ্যালারিতে ওয়ার্নের বিখ্যাত ‘ফ্লপি হ্যাট’ মাথা থেকে খুলে হাততালিতে তাঁকে স্মরণ করেন গ্যালারিতে আসা দর্শক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply