স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা এখনও সক্রিয়। তারা এখনও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।
আজ বুধবার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা এদেশের উন্নয়ন চায় না। তারা চায় এদেশের মানুষের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে। তাই স্বাধীনতা বিরোধিরা এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।’
প্রতিমন্ত্রী এ সময় সবাইকে এসব ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মো. শারফুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন
Tag: English News lid news politics

No comments: