ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ফিলিপাইনও
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা ৬ মিনিটে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়।
ছবি: সংগৃহীত
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ইন্দোনেশিয়ায় আঘাত হানা এ ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে প্রতিবেশী দেশ ফিলিপাইনেও তা অনুভূত হয়েছে।
ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেলোনগুয়ান শহর থেকে ১৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৪ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পের পর অন্তত ১০টি আফটার শক অনুভূত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
শক্তিশালী এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়।
এদিকে ভূমিকম্প আঘাত হানার পরপরই আশপাশের শহরগুলোর বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
এর আগে, স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল আচেহ প্রদেশের উপকূলীয় জেলা সিংকিলের ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৭ কিলোমিটার (২৩ মাইল)।
গত ১০ জানুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের তানিমবার দ্বীপ। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসেন বাসিন্দারা।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
গত বছরের শেষে জাভা প্রদেশের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তিন শতাধিক মানুষ প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার ঘরবাড়ি।
Tag: English News lid news others world
No comments: