ইউক্রেনে বিশেষ অভিযান ভালোই চলছে: পুতিন
ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান ভালোই চলছে। সবকিছু পরিকল্পনা মতোই হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী প্রধানের নির্দেশ অনুযায়ী চলছে। কোথাও কোনো সমস্যা নেই। রাশিয়ার একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ADVERTISEMENT
পুতিন আরও বলেছেন, রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো ও চাঙ্গা। শত্রুরা যেমনটা কল্পনা করেছিল তার চেয়েও ভালো আছে দেশের অর্থনীতি এমনকি আমরা যেমনটি কল্পনা করেছিলাম তারচেয়েও ভালো অবস্থা রয়েছে।
রাশিয়ার সেনারা লক্ষ্যপূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের অবস্থা শুধু স্থিতিশীলই নয় বরং সন্তোষজনকও। এসব কথাও বলেছেন পুতিন।
গত বছর ২৪ ফেব্রুয়ারি বিশেষ অভিযানের নামে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দীর্ঘ ১১ মাস ধরে চলছে যুদ্ধ। এ সময়ের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন প্রকার অবকাঠামোগত ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুতিনের দাবি, তেমন কোনো ক্ষতি হয়নি রাশিয়ার।
Tag: English News id news world

No comments: