অবশেষে জয়ে ফিরলো লিভারপুল
সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল ইংলিশ জায়ান্ট লিভারপুল।
মঙ্গলবার রাতে ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে উলভকে ১-০ গোলে হারিয়েছে ইয়ূর্গেন ক্লপের দল।
প্রথম লেগে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে অলরেডরা। পরের পর্ব নিশ্চিতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলো না তাদের। সেই লক্ষ্যে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে লিভারপুল।
গোলের দেখা পেতেও বেশি দেরি করতে হয়নি তাদের। ১২ মিনিটের মাথায় থিয়াগো অলকান্তারার বড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার হার্ভে এলিয়ট।
বাকি সময় আরও সুযোগ পায় লিভারপুল, তবে বল জালের দেখা না পেলে ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।
Tag: English News lid news world

No comments: