Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আন্তর্জাতিক ফুটবলের বর্ষসেরা কোচ বিশ্বকাপজয়ী স্কালোনি




আন্তর্জাতিক ফুটবলের বর্ষসেরা কোচ বিশ্বকাপজয়ী স্কালোনি ছবি- সংগৃহীত আর্জেন্টিনা দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু লিওনেল স্কালোনির। পরবর্তীতে লে আলবিসেলেস্তেদের দায়িত্ব তার হাতে পাকাপাকিভাবে তুলে দেওয়া হয়। তাকে দায়িত্ব দেওয়ায় স্বয়ং কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাও বেশ অখুশি ছিলেন। কিন্তু শূন্য থেকে শুরু করে দেশকে বিশ্বকাপ জিতিয়ে রীতিমতো আকাশে উড়ছেন ৪৪ বছর বয়সী এই কোচ। স্কালোনির অধীনে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে সেবার ২৮ বছর ধরে শিরোপা জিততে না পারার আক্ষেপ মেটায় আকাশি নীল শিবির। পরে তার অধীনে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমার ট্রফি আর ৩৬ বছর ধরে বিশ্বকাপ না জেতার আক্ষেপটাও ঘোঁচায় আর্জেন্টিনা। সেই লিওনেল স্কালোনিকেই এবার বর্ষসেরা কোচের সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। তাকে সংস্থাটির ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস) এই সম্মানে ভূষিত করেছে। যার জন্য তিনি টেক্কা দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ও মরক্কোর ওয়ালিদ রেগরাগুইকে। আরও পড়ুন : দেশমের সঙ্গে ফ্রান্সের নতুন চুক্তি, ব্রাজিলের কোচ হচ্ছেন জিদান! অফিসিয়াল ওয়েবসাইটে আইএফএফএইচএস স্কালোনি সম্পর্কে লিখেছে, ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর স্কালোনির দল জিতেছে লা ফিনালিসিমা ও বিশ্বকাপ। ২০২০ সালে বর্ষসেরা কোচ হয়েছিলেন ফ্রান্সের দিদিয়ের দেশম। তখন স্কালোনি সেরা তিনেও ছিলেন না। ২০২১ এ শিরোপা পকেটে পুরেন ইতালির রবার্তো মানচিনি। আর ২০২২ সালে বর্ষসেরার পুরস্কারটা অর্জন করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি। আপাতত ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি রয়েছে স্কালোনির। তার সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই চুক্তিতে সই করবেন বলেও জানিয়েছেন স্কালোনি। আইএফএফএইচএস এর জরিপে সেরা কোচের তালিকা লিওনেল স্কালোনি- ২৪০ পয়েন্ট। দিদিয়ের দেশম- ৪৫ পয়েন্ট। ওয়ালিদ রেগরাগুই- ৩০ পয়েন্ট। জ্লাৎকো দালিচ- ২০ পয়েন্ট। হাজিমে মরিয়াসু- ১৫ পয়েন্ট। লুইস ফন গাল ও গ্রেগ বারহাল্টার- ১০ পয়েন্ট। হার্ভে রেনার্ড, তিতে ও পাওলো বেন্তো- ৫ পয়েন্ট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply