Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সেনা শাসিত মিয়ানমারে আফিম চাষ বেড়েছে




জান্তা শাসনাধীন মিয়ানমারে আফিম চাষ বেড়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশটিতে ৭৯৫ মেট্রিক টন আফিম উৎপাদন হয়েছে, আগের বছর ২০২১ সালে উৎপাদন হয়েছিল ৪২৩ মেট্রিক টন। খবর বিবিসির। ছবি: বিবিসি জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা দখলের পর গত এক বছরে মিয়ানমারে আফিমের উৎপাদন শতকরা হিসেবে বেড়েছে ৪১ শতাংশ। গত বছর দেশটিতে যে পরিমাণ আফিম উৎপাদিত হয়েছে, তা গত নয় বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। মাদক ও অপরাধ বিষয়ক জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) প্রস্তুত করেছে এই প্রতিবেদনটি। আরও পড়ুন: মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জার্মানির আদালতে মামলা সংস্থাটির আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস জানান, সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারে আফিম উৎপাদনের সঙ্গে দেশটির বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সম্পর্ক আছে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অর্থনৈতিক, নিরাপত্তা ও প্রশাসনগত পরিস্থিতি প্রায় ভেঙে পড়েছে এবং এই পরিস্থিতিতে আসলে দেশটির প্রান্তিক অঞ্চলের কৃষকদের সামনে আফিম উৎপাদন করা ছাড়া আর তেমন কোনো উপায় নেই। খাদ্য-বস্ত্র ও অন্যান্য মৌলিক চাহিদা মেটাতেই তাদের এ কাজ করতে হচ্ছে। গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে খ্যাত থাইল্যান্ড, লাওস এবং মিয়ানমারের সীমান্ত দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার একটি লাভজনক কেন্দ্র হয়ে উঠেছে। মিয়ানমারের এমন প্রবণতা থেকে ধারণা করা যায় যে এই অঞ্চলটি এখন মাদকের বৈশ্বিক বাজারে পুনরায় সংযোগ স্থাপন করছে। আরও পড়ুন: মিয়ানমারে তিনদিনে জান্তা বাহিনীর ৫০ সদস্য নিহত ইউএনওডিসির প্রতিবেদন অনুসারে, আফিম উৎপাদনে বর্তমানে শীর্ষে আছে আফগানিস্তান, তার পরেই আছে মিয়ানমার। আগের বছর ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশটিতে আফিম চাষ বেড়েছে নতুন ৪০ হাজার ১০০ হেক্টর জমিতে এবং বর্তমানে মিয়ানমারে প্রতি হেক্টর জমিতে গড়ে উৎপাদিত হচ্ছে ২০ কেজি আফিম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply