Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » যমজ হয়ে জন্ম, মৃত্যুতেও ‘যমজ’ রইলেন দুই ভাই




দুই যমজ ভাই। থাকতেন একে অপরের থেকে ৯০০ কিলোমিটার দূরে। এক ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরপরই প্রায় একইভাবে মৃত্যু হলো অন্যজনের। নিহতদের নাম সুমের সিং এবং সোহান সিং। দুজনেরই বয়স ২৬। প্রতীকী ছবি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সুমের এবং সোহানের বাড়ি ভারতের রাজস্থানের ‘সরনো কা তলা’ নামে এক প্রত্যন্ত গ্রামে। কিন্তু পেশাগত কারণে তারা একে অপরের থেকে দূরে থাকতেন। গুজরাটের সুরতে একটি কাপড়ের কারখানায় কাজ করতেন সুমের। অন্যদিকে সোহান থাকতেন জয়পুরে। শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অর্থাৎ, একে অপরের থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে থাকতেন তারা। প্রতিবেদন অনুযায়ী, সুরতের যে বাড়িতে সুমের ভাড়া থাকতেন বুধবার (১১ জানুয়ারি) রাতে ফোনে কথা বলতে বলতে সেই বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। ফোনে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি পৌঁছান সোহান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে তিনি বাড়ির ছাদে একাই হাঁটছিলেন। হঠাৎই ছাদে থাকা জলের ট্যাঙ্কে পড়ে যান সোহান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যমজ ভাইদের মৃত্যুতে শোকস্তব্ধ সুমের-সোহানের পরিবার। আরও পড়ুন: গুপ্তচরবৃত্তি /ইরানের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর এ বিষয়ে বারমেরের সিন্ধারি থানার পুলিশ কর্মকর্তা সুরেন্দ্র সিং বলেন, ‘পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে পা পিছলে ছাদ থেকে পড়ে যান সুমের। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পর বৃহস্পতিবার ভোরে পানির ট্যাংকে পড়ে মারা যান সোহানও। তবে সোহান আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ বৃহস্পতিবার যমজ দুই ভাইকে তাদের গ্রামে দাহ করা হয়েছে। দুজনকে একই চিতায় দাহ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply