Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সূর্য পর্যবেক্ষণে প্রথমবারের মতো মিশন পাঠাচ্ছে ভারত




সৌর জগতের কেন্দ্রে থাকা সূর্য এবং এর উপরিভাগের অংশ অর্থাৎ সোলার করোনা পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো মিশন পাঠাচ্ছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে এ মিশন পাঠানোর পরিকল্পনা করছে। মিশনের নাম দেয়া হয়েছে আদিত্য-এল১। ভিজিবল লাইন এমিশন করোনাগ্রাফ বা ভিইএলসি মেশিন। ছবি: দ্য হিন্দুর সৌজন্যে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মিশনের মূল অংশ ভিজিবল লাইন এমিশন করোনাগ্রাফ বা ভিইএলসি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। মিশনটি এ বছরের আগস্ট মাসে শেষ হবে। উল্লেখ্য, ভিইএলসি তৈরি করেছে ভারতের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস ব্যাঙ্গালুরু। আদিত্য এল-১ মিশনটি পরিচালনা করবে ইসরো। সবমিলিয়ে এ মিশনে ভারত ৭টি পে-লোড বা রিসার্চ প্রোব পাঠাচ্ছে, যার মধ্যে ভিইএলসি প্রধান গবেষণা ইউনিট। এ মিশন ধারাবাহিকভাবে সূর্যকে পর্যবেক্ষণ করবে। ভিইএলসি ছাড়াও ইসরো এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান আরও ছটি গবেষণা প্রোব তৈরি করেছে। এসব প্রোব মূলত সূর্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। এ বিষয়ে এস সোমানাথ বলেছেন, ‘পৃথিবী এবং এর আশপাশে সূর্যের প্রভাব বোঝা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে এবং এ বিষয়ে আলোকপাত করার লক্ষ্যেই আদিত্য-এল১ পাঠানো হবে।’ ভিইএলসির কাজ কী এ বিষয়ে আলোকপাত করেছেন ভিইএলসি প্রজেক্টের প্রধান ইনভেস্টিগেটর রাঘবেন্দ্র প্রাসাদ। তিনি বলেছেন, ‘মহাকাশে থাকা অন্য কোনো সোলার করোনাগ্রাফের সোলার ডিস্কের কাছাকাছি গিয়ে সোলার করোনার ছবি তোলার ক্ষমতা ততটা নেই, যতটা রয়েছে ভিইএলসির।’ তিনি জানান, ভিইএলসি সূর্যের খুব কাছাকাছি পৌঁছাতে পারবে এবং একই সময়ে খুব উচ্চ রেজোল্যুশনে সেকেন্ডে একাধিকবার সূর্যের করোনার ছবি তুলতে পারবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply