Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বুদ্ধিমত্তায় বিশ্বকে তাক লাগাল ৪ বছরের ব্রিটিশ শিশু




নিজের প্রতিভা দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়েছে টেডি হবস নামে যুক্তরাজ্যের চার বছর বয়সী এক শিশু। শেখার প্রতি আগ্রহ এবং অসামান্য প্রতিভায় বিস্মিত তার পরিবার-স্বজনরাও। বিশ্বের শীর্ষ পর্যায়ের বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিদের আন্তর্জাতিক সংস্থা মেনসা আইকিউ-এরও সর্বকনিষ্ঠ সদস্য সে। বিস্ময় বালক টেডি হবস। ছবি: গার্ডিয়ান ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মাত্র দুই বছর বয়সে নিজের প্রতিভা এবং শেখার ক্ষুধা পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছিল দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের শিশু টেডি হবস। শুধু পরিবারকেই নয়, নিজের প্রতিভা দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়েছে সে। এত কম বয়সেই একাধিক ভাষায় একশ’ পর্যন্ত গণনা করতে পারে এই বিস্ময় বালক। মেনসা আইকিউ-এর সদস্যপদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে টেডিকে। কঠিন বুদ্ধিমত্তার পরীক্ষায় ৯৮ শতাংশের ওপরে নম্বর পেয়ে মাত্র তিন বছর বয়সে মেনসায় প্রবেশের যোগ্যতা অর্জন করে সে। সেখানে ১৬০ নম্বরের মধ্যে টেডি ১৩৯ নম্বর পেয়েছিল বলে জানান তার মা বেথ। আরও পড়ুন: যমজ দুই বোনের প্রতিভা! বেথ বলেন, বয়স দুই বছর হওয়ার আগেই টেডি ইংরেজিতে ১০০ পর্যন্ত গণনা করতে পারত। প্রথমে ভেবেছিলাম এটি তার শৈশবের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু পরে আমাদের সেই ধারণা পাল্টে দেয় টেডি। করোনাভাইরাস-লকডাউনের সময় টেলিভিশনের শিক্ষামূলক প্রোগ্রামগুলোয় বেশি আগ্রহ দেখায় সে। টেডি টেলিভিশনে অন্য সব প্রোগ্রামের পরিবর্তে আলফাব্লক এবং নম্বরব্লক বেশি দেখতে চাইত। তাকে কার্টুন বা ভিডিও দেখাতে চাইলে সে শিশুদের প্রোগ্রামিং দেখতে আগ্রহ প্রকাশ করত। পরিবারের বিশ্বাস, মস্তিষ্কের অসামান্য শক্তিকে কাজে লাগিয়ে একদিন বিশ্বের বুকে নিজের প্রতিভার সাক্ষর রাখবে টেডি হবস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply